Header Ads

গৃহহীন কে আশ্রয় দিল যুব নেতা আনন্দ


শিরোনাম 24 দিনহাটা: গৃহহীন কে নতুন গ্রহের সন্ধান দিল দিনহাটার যুবনেতা আনন্দ বর্মন । প্রায় তিন দশক পর নিজস্ব বাড়ি পেয়ে বেজায় খুশি প্রায় বছর আসির বৃদ্ধ শম্ভু দেবনাথ।  বড় আটিয়াবাড়ি এলাকায় শম্ভু দেবনাথ প্লাস্টিক টনিয়ে দির্ঘদিন ধরে বাস করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায় । এদিন তৃনমূল যুব কংগ্রেস নেতা আনন্দ বর্মন শম্ভু দেবনাথ কে একটি ঘড় সমেত কিছু খাবার তুলে দেন । উপস্থিত ছিলেন , যুব নেতা রফিক লেবু, নুরুল হুদা , হামিদুল হক , আজিজুল মিয়াঁ , রিন্টু হক , বাপ্পা সাহা , রবিউল হক সহ প্রমুখ ।    শম্ভু বাবু বলেন, বয়স যখন কম ছিল সে সময় দিনমজুরের কাজ করে কোনমতে সংসার চালাতাম। দিন  মজুরির কাজের ভরসাতেই বিয়ে দিয়েছি মেয়েদের। মেয়েদের বিয়ে দেওয়ার পর থেকেই তারা  আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। কোনমতে পড়শীদের থেকে চেয়েচিন্তে দু'বেলা অন্ন জোগাড় করে খাই। মাটির বাড়িটি ভেঙে গেছে বেশ কয়েক বছর আগে। তারপর প্লাস্টিক টানিয়ে কোনভাবে দিনযাপন করছিলাম। কয়েক দিন আগে আনন্দ বর্মন এসে আমার অবস্থা দেখে যায়। বলেওছিল সাহায্য করবে।  ভেবেছিলাম এই সাহায্য শুধু মুখেই থাকবে বাস্তবায়িত হবে না। কিন্তু এদিন দিনহাটার যুবনেতা আনন্দ বর্মন এসে সাহায্যের হাত বাড়িয়ে দিল। অন্য ও বাসস্থান বেঁচে থাকার জন্য এই দুটোর  ব্যবস্থা করে দিল এই যুবনেতা। বিষয়টি নিয়ে আনন্দ বর্মন বলেন, ঘুরতে গিয়ে জানতে পারি শম্ভু দেবনাথ যথেষ্ট কষ্টে রয়েছে। তাই সামর্থ্য অনুযায়ী একটি টিনের ঘর ও কিছু খাবারের ব্যবস্থা করে দিই। প্রসঙ্গত দিনহাটার এই যুবনেতা আনন্দ বর্মন এর আগেও পিরিত মানুষদের পাশে দাঁড়াতে দেখা গেছে। পুটিমারী গ্রাম পঞ্চায়েত এলাকার এক প্রতিবন্ধী শিশুর জন্য তার বাবা-মা দীর্ঘদিন নানান দরবারে সাহায্যের আবেদন জানিয়েও কোন ফল না পাওয়ায় একপ্রকার নিরাশ হয়ে গেছিলেন। সে সময় আনন্দ বর্মন প্রতিবন্ধী শিশুটিকে দেখতে পেয়ে তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন। একটি ট্রাই সাইকেল ও কিছু খাবারের ব্যবস্থা করে দেন এই যুবনেতা। 



1 comment:

Powered by Blogger.