ফেসবুকে প্রতারনার ফাঁদ , চিন্তায় শিক্ষক

 


আবির ভট্টাচার্য নিউজ ডেস্কঃ  ভুয়ো ফেসবুক একাউন্টের জেরে হয়রানীর শিকার ধুপগুড়ির শিক্ষক। জানা গিয়েছে, ধূপগুড়ি শহরের উত্তর বৈরাতিগুড়ি কালিবাড়ি জুনিয়র হাইস্কুলের অতিথি শিক্ষক অলোক চক্রবর্তীর নামে তারই ছবি ব্যাবহার করে কেউ বা কারা একটি ভুয়ো ফেসবুক একাউন্ট খোলে ।

 সেই ফেসবুক একাউন্টের মাধ্যমে শিক্ষকের নাম ভাঙ্গিয়ে তার পরিচিতদের কাজ থেকে টাকা ধার চায় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ শিলিগুড়ি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানায় ধূপগুড়ির স্বনামধন্য ওই শিক্ষক।

 বিষটি নিয়ে শিক্ষক অলোক চক্রবর্তী বলেন, গতকাল দুপুরে একজন পরিচিতর মাধ্যমে প্রথম বিষয়টি জানতে পারেন তিনি। জানতে পেরেই স্বনামধন্য ওই শিক্ষক পুলিশের দ্বারস্থ হন। তিনি বলেন, তারই ছবি ব্যাবহার করে কেউ বা কারা একটি ভুয়ো ফেসবুক একাউন্ট খোলে । সেই ফেসবুক একাউন্টের মাধ্যমে তার পরিচিতদের কাছে বিভিন্ন ভাবে টাকা ধার চাওয়া হয়। পরবর্তিতে তিনি শিলিগুড়ি সাইবার ক্রাইম শাখায় অভিযোগ জানানানোর পরেও ক্রমাগত তার পরিচিতদের কাছে প্রতারকেরা টাকা ধার চাওয়ায় স্বভাবতই তিনি যথেষ্ট চিন্তিত রয়েছেন। শিলিগুড়ি সাইবার ক্রাইম সূত্রে জানা গিয়েছে, অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.