ওয়েব ডেস্কঃ স্বর্ণ মন্দিরে ঢুকে শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ
সাহিবকে অসম্মানের চেষ্টার অভিযোগে উন্মত্তদের হাতে নিহত হলো এক যুবক। ইতিমধ্যেই পঞ্জাবের
মুখ্যমন্ত্রী চরণজিৎ সং চান্নি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।
জানা গিয়েছে এক যুবক শনিবার স্বর্ণ
মন্দিরের ভিতরে প্রবেশ করে রেলিং টপকে পবিত্র গুরু গ্রন্থ সাহিবকে তলোয়ার দিয়ে আসন্মানের
চেষ্টা করেন। ঘটনা নজরে
এদিকে ঘটনা চাউর হতেই ব্যাপক ক্ষোভে ফেটে পরে উন্মত্ত জনতা। নিরাপত্তা রক্ষীদের
হাতের থেকে ছিনিয়ে এনে ব্যাপক মারধোর করা হয় অভিযুক্তকে। গণধোলাইয়ের জেরে মৃত্যু হয়
ওই যুবকের। পরবর্তীতে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়।
ঘটনা জানতে পেরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী
চরণজিৎ সিং চান্নি ঘটনার ব্যাপক নিন্দা করে রাজ্য পুলিশকে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ
দিয়েছেন৷
