Header Ads

পথ নিরাপত্তা আরো জোরদার হল ধূপগুড়িতে

 

আবির ভট্টাচার্য, নিউজ ডেস্কঃ  দুর্ঘটনা রোধ সহ পথ নিরাপত্তা আরো জোরদার করতে ব্যাপক শক্ত পদক্ষেপ নিলো ধুপগুড়ি ট্রাফিক। শহরের জনবহুল বিভিন্ন জায়গা সহ বেশ কিছু জায়গায় পোস্টার টাঙিয়ে বাইক চালক সহ গাড়ি চালকদের সচেতনতা বাড়ায় ধুপগুড়ি থানার ট্রাফিক বিভাগ।

 এদিন ধুপগুড়ি শহরের চৌপথি সহ বেশ কয়েক জায়গায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ট্রান্সপোর্ট পরিবহন দপ্তরের নোটিফিকেশনের নির্দেশানুসারে বেশ কিছু পোস্টার সহ সচেতন করতে দেখা যায় বাইক চালক সহ বিভিন্ন গাড়ি চালকদের।

  ধুপগুড়ি থানার ট্রাফিক ওসি অভিজিৎ সিনহা কে এদিন বাইক সহ বিভিন্ন গাড়ি চালকদের সচেতন করতে দেখা যায়। পাশাপাশি ট্রাফিক দপ্তরের থেকে লিফলেটের আকারে ট্রাফিক আইন নিয়ে বিভিন্ন ধারা সহ তার সাজা বিলি করতে দেখা যায়। যদিও এই বিষয় ধুপগুড়ির ট্রাফিক ওসি অভিজিৎ সিনহার কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

প্রসঙ্গত, ধুপগুড়ি থানায় ট্রাফিক ওসি হিসেবে অভিজিৎ সিনহা দায়িত্ব পাওয়ার পরেই শহর থেকে প্রায় উধাও হয়ে গিয়েছে হেলমেট বিহিন বাইক চালক। পাশাপাশি তরুন আধিকারিক ওসি অভিজিৎ সিনহার কড়া পদক্ষেপের জেরে কিছুটা হলেও ধুপগুড়িতে কমেছে বাইক সহ গাড়ি দুর্ঘটনা। এবার ফের নয়া পদক্ষেপের জেরে ধুপগুড়ি শহরের বাসিন্দারা আরো পথ নিরাপত্তা পাবে বলে আশা করছে।

No comments

Powered by Blogger.