দিনহাটা, নিজস্ব সংবাদদাতাঃ ভাগ্য ফিরতে এক মুহুর্ত সময় লাগলো না দিনহাটার
সীমান্ত গ্রাম গিতালদহের ভোরাম এর বৃদ্ধ ভ্যান চালক ফজলে মিয়াঁর। জানা গিয়েছে, মাত্র
ষাট টাকা দিয়ে লটারি টিকিট কেটে বর্তমানে তিনি কোটিপতি। বিষয়টি জানাজানি হতেই তিনি
রিতিমত সেলিব্রেটি হয়ে গিয়েছেন এলাকায়।
তিনি বলেন, মাঝে মধ্যেই লটারি কেটে ভাগ্য পরিক্ষা
করতেন ভ্যান চালক ফজলে মিয়াঁ। শুক্রবার ও তার অন্যথা হয়নি। স্থানীয় একটি লটারি কাউন্টার
থেকে ষাট টাকার লটারি টিকিট কাটেন তিনি। সন্ধ্যায় লটারি টিকিট টি মেলাতে গিয়ে রিতি
মত চক্ষু চরক গাছ ফজলে মিয়াঁর। একদম প্রথম পুরস্কার এক কোটি টাকা পেয়েছেন তিনি। খবর
ছড়িয়ে পড়তে সময় লাগেনি বেশিক্ষন। এলাকার সাধারণ মানুষ তার বাড়িতে ভিড় জমাতে শুরু
করেন। ভয়ে তিনি ছুটে যান গিতালদহ ফাড়ি তে।
নিরাপত্তার অভাব বোধ করায় সেখান
থেকে সোজা দিনহাটা থানায় ছুটে আসেন ফজলে মিয়াঁ। পরবর্তীতে তিনি লটারি টিকিটি দিনহাটা
থানায় জমা রাখেন বলে জানা গিয়েছে।
