Header Ads

বড়ো সাফলতা পেলো দিনহাটা থানার পুলিশ

 


দিনহাটা, নিজস্ব সংবাদদাতাঃ ফের বড়ো সাফল্য দিনহাটা থানার পুলিশের। সুত্র মোতাবেক খবরের ভিত্তিতে একাধিক আগ্নেয়াস্ত্র সহ গুলি, বেআইনি কাফসিরাপ, গাড়ি, বেআইনি মাদক সহ গ্রেফতার দুই জন।

 শনিবার কোচবিহার জেলার পুলিশ সুপার সুমিত কুমার সাংবাদিক সন্মেলন করে এখবর জানান। জানা গিয়েছে, দিনহাটার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তল্লাশি চালিয়ে ৬ টি বন্দুক সহ ২ জনকে আটক করে দিনহাটা থানার পুলিশ।

 উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র গুলির মধ্যে ৪ টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, ১ টি রিভলভার ও ১ টি ওয়ান সাটার বন্দুক উদ্ধার হয়েছে। এছাড়াও আগ্নেয়াস্ত্রের  ম্যাগাজিন, বন্দুকের গুলি, বেআইনি কাফসিরাপ, গাড়ি এমনকি বেআইনি মাদক সমেত ঝন্টু হক ও মনিরুল ইসলাম  দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। এই দলের সঙ্গে কারা কারা জরিত তা খতিয়ে দেখছে দিনহাটা থানার পুলিশ।

 

No comments

Powered by Blogger.