Header Ads

দেশ চায় রাম রাজ্যঃ যোগী আদিত্যনাথ

 


আবির ভট্টাচার্য, নিউজ ডেস্কঃ
গোটা দেশে “রাম রাজ্য” গড়ার হুংকার দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি তিনি গোটা দেশকে একসুত্রে বাঁধবার জন্য সবাইকে এক হওয়ার আবেদন জানান। শুক্রবার উত্তর প্রদেশ বিধানসভার শেষ অধিবেশনে দেশে রাম রাজ্য গড়ে তোলার দাবি তুলে হুংকার দেন গেরুয়া বসনধারি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 তিনি বলেন, সমাজতন্ত্র সবচেয়ে বড় কুসংস্কার। এতে পারিবারিক সমাজতন্ত্র, মাফিয়া সমাজতন্ত্র, নৈরাজ্যবাদী সমাজতন্ত্র, দাঙ্গা সমাজতন্ত্র এবং সন্ত্রাসবাদি সমাজতন্ত্রের মত অনেক প্রতারিত ব্র্যান্ড রয়েছে।

তিনি আরো বলেন, আগেই বলেছি যে এই দেশে কমিউনিজম বা সমাজতন্ত্রের প্রয়োজন নেই। দেশ শুধু রাম রাজ্য চায়। উত্তরপ্রদেশও তাই চায়। রাম রাজ্য মানে যা চিরন্তন সর্বজনীন এবং শাশ্বত। যা পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না।

 পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করতে দেখা যায়। তিনি বলেন, সমাজতন্ত্রের আসল মূল্যবোধগুলো তার দলের নেতা এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপলব্ধি করেছিলেন বলে তিনি উল্লেখ করেন।

No comments

Powered by Blogger.