Header Ads

স্বস্তি বাংলায়, ওমিক্রন শূন্য পশ্চিমবঙ্গ

শিরোনাম ২৪ঃ  অবশেষে এলো স্বস্তির খবর। এখোনো পর্যন্ত ওমিক্রন শূন্য পশ্চিমবঙ্গ। রাজ্যের প্রথম ওমিক্রন সন্দেহে আক্রান্ত বছর সাতের শিশুর ওমিক্রন রিপোর্ট নেগেটিভ আসে বৃহস্পতিবার । তার বাবা, মা সহ পরিবারের বাকি সদস্যরাও করোনা নেগেটিভ বলে জানা গিয়েছে।


 অন্যদিকে পেট্রাপোল সীমান্ত দিয়ে এ রাজ্যে আসা এক বাংলাদেশি নাগরিকের জিনোম সিকোয়েন্সিংয়ের ফলাফল প্রকাশ্যে আসতেই জানা যায় তিনিও ওমিক্রন আক্রান্ত নন। এর আগে ব্রিটেন ফেরত কলকাতার তরুণীর শরীরেও হদিস মেলেনি ওমিক্রনের। সব মিলিয়ে আপাতত খানিকটা স্বস্তিতেই রয়েছে বঙ্গবাসী। 

 

No comments

Powered by Blogger.