ব্যাপক খারাপ অবস্থায় মা গঙ্গা

শিরোনাম 24 ডেস্ক: বিপজ্জনক অবস্থায় রয়েছে দক্ষিণেশ্বর ঘাটের মা গঙ্গা।  পশ্চিমবঙ্গের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাম্প্রতিক রিপোর্টে ভয়াবহ তথ্য দেওয়া হয়েছে ১৭টি নদী সম্পর্কে। ১৭টি নদীর জল স্নান করার অযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। এই নদীকে কেন্দ্র করেই লক্ষ লক্ষ মানুষের বাস এবং সেখানেই স্নান করেন তাঁরা।
সবচেয়ে খারাপ অবস্থা দক্ষিণেশ্বর সংলগ্ন গঙ্গার জলের। প্রতিদিন এই ঘাটে প্রায় ৫০ হাজার মানুষ পূণ্যস্নান করেন। প্রায় ৪৪টি জায়গা থেকে গঙ্গার জল তুলে পরীক্ষা করা হয়েছে। দক্ষিণেশ্বরের জলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এতে বায়োকেমিকাল অক্সিজেন ডিমান্ডের পরিমাণ অত্যন্ত খারাপ। জলে অক্সিজেনের মাত্রা এতটাই কম যে মাছও বেঁচে থাকতে পারবে না। এতে ভয়াবহ রোগের হাতছানি রয়েছে মানুষের।
গঙ্গার জল ১৪টি জায়গা থেকে নেওয়া হয়েছে। উত্তর ও হিমালয় সংলগ্ন এলাকা থেকে ৫টি নদীর জল, পশ্চিম থেকে ১৯টি এবং দামোদরের ১০টি জায়গা থেকে জল পরীক্ষা করা হয়েছে। এই প্রতিটি জায়গার জলই স্নানের অযোগ্য বলে দাবি করেছে PCB-র রিপোর্ট। যোগ্যতায় থাকা প্রয়োজন (5mg/litre dissolved oxygen; 3ml/litre biochemical oxygen demand and 500MPN/100ml coliform bacteria)
নদীগুলির অবস্থা মৃতপ্রায়। নিকাশি ব্যবস্থা নদীগুলি থেকে দ্রুত দূরে সরানো উচিত। পর্ষদের চেয়ারম্যানও নদীগুলির ভয়াবহ দূষণের কথা মেনে নিয়েছেন। কয়েক দশক আগে নদীগুলির দূষণ পরীক্ষা করা হয়েছিল। সেই সময় থেকে বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ বলে মনে করেন তিনি।
বিষয়টি নিয়ে বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক বলেন , বিষয়টি খুবই চিন্তার। পুরান মতে যুগ যুগ ধরে মানুষের পাপ নাশ করে পূর্ণ প্রদানকারী মা গঙ্গার এমন অবস্থা খুবই খারাপ। অবিলম্বে মা গঙ্গা কে স্বচ্ছ ও নির্মল করার বিষয় সবাই কে উদ্যোগ নিতে বলেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.