লোক সংস্কৃতি নিয়ে বিরাট সাফল্যের পথে নিশীথ

শিরোনাম 24: এই প্রথম স্থানীয় লোকসংস্কৃতি জাতীয় স্তরে তুলে ধরতে কেন্দ্রীয় সরকারের পর্যটন ও সংস্কৃতি দফতরের উদ্যোগে কোচবিহারে অনুষ্ঠিত হবে রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব। আজ দিল্লী থেকে ফোনে এখবর জানিয়েছেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক। ২৬ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত ওই অনুষ্ঠান হবে কোচবিহারে। থাকবেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী ও সাংসদরা।  তবে জেলার কোথায় ওই অনুষ্ঠান করা হবে তা এখনও ঠিক হয় নি। ৭ মার্চ কোচবিহারে ফিরে সাংসদ নিশীথ প্রামাণিক স্থানীয় স্তরে বৈঠক করে অনুষ্ঠানের স্থান নির্বাচন করবেন বলে জানা গিয়েছে।  সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, “কোচবিহার সহ উত্তরবঙ্গের যে সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে।যা গোটা দেশের মানুষের কাছে তো বটেই আন্তর্জাতিক স্তরেও পৌঁছানো প্রয়োজন, তা নিয়ে কেন্দ্রীয় সরকারের পর্যটন ও সংস্কৃতি দফতরের মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলের সাথে কথা বলেছি। তারপরেই এবছর ২৬ জানুয়ারির দিল্লীর অনুষ্ঠানে কোচবিহারের চন্ডী নৃত্য তুলে ধরা হয়েছে। এবার রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসবের মত অনুষ্ঠান কোচবিহারে করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকারের ওই মন্ত্রক।”সাংসদ জানিয়েছেন, প্রত্যেক বছর কেন্দ্রীয় সরকারের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক দেশের দুটি জায়গায় এই রাষ্ট্রীয় সংস্কৃতি মহোৎসব হয়। তবে কোচবিহারে এর আগে এই অনুষ্ঠান হয় নি। কিন্তু কোচবিহারের ভাওয়াইয়া গান, বৈরাতী নৃত্য, চণ্ডী নৃত্য, বিষহরা সহ বিভিন্ন ধরনের সংস্কৃতি যেমন রয়েছে। সংস্কৃতি মহোৎসবে সে সব তুলে ধরা হবে। পাশাপাশি লোকশিল্পীদের সম্মান জানানো ও আর্থিক সুবিধা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

এছাড়াও কোচবিহার জেলার একটি রাজ ইতিহাস রয়েছে। রয়েছে রাজাদের নির্মিত বহু প্রাচীন স্থাপত্য। যা দেশ বিদেশের পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। কিন্তু এর আগে কেন্দ্রীয় সরকারের কাছে সেই বার্তা সেভাবে কেউ পৌঁছাতে পারে নি বলে সাংসদ নিশীথ প্রামাণিক দাবি করেছেন। আর তাই তিনি এবার কোচবিহার থেকে বিজেপির সাংসদ হয়ে দিল্লীতে পৌঁছানোর পর রাজ আমলের নারায়ণী সেনার নামে ভারতীয় সেনাতে রেজিমেন্ট তৈরির জন্য যেমন লোকসভায় সোচ্চার হয়েছেন।
একই ভাবে কোচবিহার সহ উত্তরবঙ্গের সংস্কৃতি ও ইতিহাসকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে পৌঁছানোর জন্য তাঁকে তৎপর হতে দেখা যাচ্ছে। সাংসদ বলেন, “লোকসংস্কৃতি শিল্পী, সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত কৃতি ব্যক্তিত্বদের সম্মান জানানো এবং সরকারি আর্থিক সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প রয়েছে। সেই সব প্রকল্প থেকেও সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কাজ করার চেষ্টা করে যাবো।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.