যোগীরাজ্যে স্বর্ণখনি নেই বলছে ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা

শিরোনাম 24 ডেস্ক:  উত্তরপ্রদেশের সোনভদ্রে বিশাল সোনার খনির হদিশ পাওয়ার খবর ঘিরে আলোড়নের মধ্যেই যাবতীয় জল্পনা-কল্পনায় জল ঢালল ভারতের ভূতাত্ত্বিক সর্বেক্ষণ সংস্থা (জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জিএসআই)। এ ব্যাপারে সোনভদ্র জেলার খনি আধিকারিকের দাবি খারিজ করে দিয়েছে জিএসআই। এর আগে জেলার এক খনি আধিকারিক জানিয়েছিলেন যে, সোনভদ্রে প্রায় ৩,০০০ টন সোনার খনির হদিশ মিলেছে। সেই দাবি খারিজ করে জিএসআই-এর ডিরেক্টর জেনারেল এম শ্রীধর সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, এ ধরনের কোনও তথ্য জিএসআই-এর পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি। সোনভদ্র জেলায় এই বিপুল পরিমাণ সোনা মজুত থাকার হিসেবও করেনি জিএসআই। সমীক্ষার পর আমরা খনিজ সম্পদ নিয়ে পাওয়া তথ্য আমরা রাজ্য শাখাকে জানাই...আমরা (জিএসআই, উত্তরাঞ্চল) ওই অঞ্চলে ১৯৯৮ ও ১৯৯৯-২০০০-এ সমীক্ষা করেছিলাম। এই সমীক্ষার রিপোর্ট উত্তরপ্রদেশের ডিজিএম-কে তথ্য ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানিয়েছিলাম। সোনার জন্য জিএসআই-এর অনুসন্ধান কাজ সন্তোষজনক ছিল না এবং সোনভদ্র জেলায় সোনার মতো সম্পদ বেশি আকারে থাকার মতো কোনও উত্সাহব্যঞ্জক ফল পাওয়া যায়নি।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.