শিরোনাম 24: তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার শীর্ষ পর্যায়ের এক নেতা ঘনিষ্ঠ ব্যক্তি কে একটি দেশি পিস্তল সহ আটক করল এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার সন্ধ্যায় দিনহাটার গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েত এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরতে দেখা যায় রাহুল হক নামের এক ব্যক্তি কে। এলাকার বাসিন্দারা সন্দেহজনকভাবে ঘুরতে থাকা ওই যুবককে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করলে তার কথায় অসংগতি থাকে । পরবর্তীতে ওই যুবক কোমরের থেকে পিস্তল বার করে শূন্যে গুলি চালায় বলে অভিযোগ। উত্তেজিত এলাকার বাসিন্দারা রাহুল হক নামের ওই যুবককে ব্যাপক মারধর করে স্থানীয় সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে তুলে দেয়।পরবর্তীতে দিনহাটা থানা থেকে বিরাট পুলিশ বাহিনী গিয়ে অভিযুক্ত ওই যুবককে নিয়ে আসে। ধৃত ওই যুবক দিনহাটা মহকুমা হাসপাতালে পুলিশ সেলে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গীতালদহ 1 গ্রাম পঞ্চায়েতের স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি বিষ্ণুপদ বর্মনের ঘনিষ্ঠ ওই যুবক বেশ কিছুদিন ধরে এলাকায় তোলাবাজি সহ নানান অসামাজিক কাজকর্ম করছিল। যদিও অভিযোগ অস্বীকার করে ধৃত ওই যুবক বলে, তাকে রাজনৈতিক হিংসার শিকার করা হয়েছে। বিষয়টি দিনহাটা থানা খতিয়ে দেখছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

