শিরোনাম 24 ডেস্ক: লকডাউন এর জেরে আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন এক উদ্যমী যুবক। দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি এলাকায় লকডাউন এর জেরে কর্মহীন অবস্থায় পড়ে রয়েছে শ্রমিক পরিবারগুলি। টাকা না থাকার দরুন অর্ধাহারে কোন মতন ভাবে দিন গুজরান করছে তারা। এমন খবর জানতে পেরে এলাকার উদ্যমী তরুণ পেশায় ফল বিক্রেতা বিকি দত্ত বেশ কয়েকটি পরিবারের হাতে চাল,ডাল, ও আলু তুলে দেয়। এর জেরে পরিবারগুলি কিছুটা হলেও সুবিধা হয়। বিকি দত্ত বলেন, লোক মারফত জানতে পারি এলাকার বেশ কিছু পরিবার একবেলা না খেয়ে কাটাচ্ছে। লকডাউন এর জেরে গরিব পরিবারগুলির রোজগার একেবারেই বন্ধ। এমন অবস্থা জানতে পেরে আমার সামর্থ্য অনুযায়ী ভেটাগুড়ি এলাকার বেশ কিছু গরিব পরিবারের হাতে সাধ্যমত চাল-ডাল আলু তুলে দেই। এলাকারই এই স্বহৃদয় যুবক বিকি দত্ত র এহেন কর্ম কাণ্ডে দিনহাটা 1 ব্লকের ভেটাগুড়ি সহ বিস্তীর্ণ এলাকায় কিছুটা হলেও উদ্বুদ্ধ হয়েছে যুব সম্প্রদায়।
দেশজুড়ে লকডাউন এর মতো মারাত্মক পরিস্থিতির মধ্যেও নিয়ম মেনে এলাকার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে নিজ আয়ের খাদ্য সামগ্রী বিলির ঘটনাকে বাহবা দিচ্ছে সমাজসেবী মহল।
দেশজুড়ে লকডাউন এর মতো মারাত্মক পরিস্থিতির মধ্যেও নিয়ম মেনে এলাকার পিছিয়ে পড়া সম্প্রদায়ের মধ্যে নিজ আয়ের খাদ্য সামগ্রী বিলির ঘটনাকে বাহবা দিচ্ছে সমাজসেবী মহল।

