শিরোনাম 24 ডেস্ক: রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকতে পারে টানা আট দিন। এমনটাই আভাস মিলেছে প্রশাসনের তরফ থেকে। শুক্রবার একটি বেসরকারি সংবাদ সংস্থার তরফে একটি খবর প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা রয়েছে রাজ্যে আট দিন বন্ধ ইন্টারনেট পরিষেবা। আগামী 18 ই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা। মূলত সে কারণেই ইন্টারনেট পরিষেবা বন্ধের চিন্তাভাবনা করছে প্রশাসন। বিগত বছর মাধ্যমিক পরীক্ষা শুরুর সঙ্গে সঙ্গেই প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে। এর জেরেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখলেও রাখতে পারে প্রশাসন। এখনো পর্যন্ত প্রশাসনের তরফ থেকে বেশকিছু স্পর্শ কাতর স্থান চিহ্নিত করা হয়েছে। পুলিশকর্মীরা ইতিমধ্যেই সেখানে টহল দিচ্ছেন।

