Header Ads

পৃথিবীর সেরা সাংসদদের তালিকাতে নিশীথের নাম

শিরোনাম 24 ডেস্ক ঃ  পৃথিবীর সেরা সংসদের মধ্যে  স্থান পেল কুচবিহারের লড়াকু সাংসদ নিশীথ প্রামানিক।  গ্রেটটি ইমেজের মতন  একটি প্রতিষ্ঠিত সংস্থার তরফ থেকে পৃথিবীর সেরা সাংসদদের তালিকা নিশীথ প্রামাণিকের ছবি প্রকাশ করতে দেখা যায়।   ভারত সহ পৃথিবীর  সামান্য কয়েকজন সাংসদ  এর তালিকার মধ্যে  নিশীথ প্রামাণিকের নাম ও ছবি তালিকায় দেখা যায়।  প্রসঙ্গত নিশীথ প্রামানিক একজন সাংসদ হলেও তার প্রচার এবং প্রসার আট থেকে আশি সকলের মধ্যেই।  কোচবিহার জেলা তথা উত্তরবঙ্গ এমনকি পশ্চিমবঙ্গের এখন এক অন্যতম মুখ নিশীথ প্রামানিক।  ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ সংস্থা থেকে শুরু করে পরিসংখ্যানে  নিশীথ প্রামাণিকের নাম স্থান পেয়েছে তার জনপ্রিয়তার জন্য।  এই বৈদেশিক সংস্থার তালিকাতে নিশীথ প্রামাণিকের নাম প্রকাশ হওয়ায় তাঁর মুকুটে নতুন পালক জুড়ল । দেখতে হলে এখানে ক্লিক করুন

No comments

Powered by Blogger.