ইন্দরেও দেখা গেলো নিশীথ কে ঘিরে উন্মাদনা

শিরোনাম 24: জেলা তথা রাজ্য ছাড়িয়ে দেশের মধ্যে জনপ্রিয়তার প্রভাব দেখা গেল কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের। মধ্যপ্রদেশের ইন্দোর এ ও দেখা গেল কোচবিহারের তরুণ সাংসদ নিশীথ প্রামাণিকের জনপ্রিয়তা তুঙ্গে।  বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় র কনিষ্ঠ পুত্রের বিয়েতে পুরো দেশের বিভিন্ন সেলিব্রেটির মধ্যে মধ্যমণি ছিলেন কোচবিহার তথা পশ্চিমবঙ্গের জনপ্রিয় আইকন নিশিথ প্রমানিক। বিয়ে উপলক্ষে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় ইন্দোরের একটি অভিজাত হলে অভ্যর্থনা অনুষ্ঠান করেন। অভিজাত এই অভ্যর্থনা অনুষ্ঠানে 30 হাজারের বেশি অতিথি আমন্ত্রিত ছিলেন। তাদের মধ্যে নিশীথ প্রামানিক কে ঘিরে ব্যাপক উচ্ছাস দেখা যায়। কুচবিহারের সংসদ কে ঘিরে বিয়ের অনুষ্ঠানের মধ্যেই চলে দেদার সেলফি তোলার হিড়িক। জনপ্রিয়তার খাতিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক স্তরে স্থান পেয়েছেন কোচবিহারের প্রত্যন্ত গ্রাম ভেটাগুড়ির যুবক নিশীথ প্রামানিক। মূলত তার ব্যবহার বাচনভঙ্গি , পোশাক-আশাক এবং মানুষের বিপদে পাশে দাড়ানোর কারণেই আকৃষ্ট করে আট থেকে আশি সকলকে। দলীয় কর্মসূচি থেকে শুরু করে প্রচার কিংবা তার কার্যালয় সব জায়গাতেই দেখা যায় অটোগ্রাফ বা সেলফি তোলার জন্য হাজির হয়ে যায় তার ফ্যানেরা। ঠিক তেমনি দেখা গেল দেশের  হেভিওয়েট ব্যক্তিদের মধ্যেও জনপ্রিয়তার নিরিখে নিশীথ মধ্যগগনে।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.