রাজ্য সরকারকে চাপে ফেললেন নিশীথ


শিরোনাম 24: নিশীথের তৎপরতায় কার্যত কোণঠাসা তৃণমূল কংগ্রেস।  ভেটাগুড়িতে সুধীর মণ্ডলের দুই হাত এবং পা কেটে নেওয়ার ঘটনায় অভিযোগ ছিল শাসক দল তৃণমূলের বেশ কিছু নেতার বিরুদ্ধে। অভিযোগ, রাজ্যের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস এর সরকার থাকার কারণে পুলিশ সঠিক ভাবে কাজ করেনি। বারংবার বিজেপি কর্মী সুধীর মণ্ডলের মেয়ে ভেটাগুরি 1 গ্রাম পঞ্চায়েত এর সদস্য ববিতা মন্ডল বিভিন্ন জায়গায় জানিয়েও কোনো ফল হচ্ছিল না। পরবর্তীতে লড়াকু সাংসদ নিশীথ প্রামানিক ভারতীয় মানবাধিকার কমিশনের সদর দপ্তর দিল্লিতে বিষয়টি জানালে আট সপ্তাহের মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট চায় কমিশন। যার জেরে কিছুটা হলেও হাসি ফুটেছে সুধীর বাবুর পরিবারের। এর জেরে একা নিশীথের প্রভাবে কিছুটা হলেও চিন্তার ভাজ দেখা যাচ্ছে রাজ্যের তৃণমূল শিবিরে। প্রসঙ্গত, কোচবিহারের দাপুটে সাংসদ নিশীথ প্রমানিক সঠিক বিচার হয়নি এমন কেস গুলিকে নিয়ে দিল্লির মানবাধিকার কমিশনের করনে এর আগেও ছুটে গেছেন। পুলিশ হেফাজতে গোসানিমারির বিজেপি কর্মীর মৃত্যু র পরেও তিনি মানবাধিকার কমিশনের সদর দপ্তরে ছুটে যান। এবার সুধীর মণ্ডলের বিষয়টি নিয়ে রাজ্য সরকার কে রিপোর্ট পাঠাতে বাধ্য করেন। বিষয়টি নিয়ে কোচবিহার এর এই তরুণ সাংসদ নিশীথ প্রামানিক বলেন, এলাকার মানুষ আমাকে তাদের অমূল্য ভোট দিয়ে তাদের সেবা করার জন্য বেছে নিয়েছে। তাদের সেবা আমি করবই। রাজ্যের তৃণমূল সরকার যে হারে মানুষের ক্ষতি করেছে তার হিসেব মানুষ গুনে গুনে মানুষ কে ফেরৎ দেবার সময় এসেছে। একের পর এক প্রলোভন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আর এই রাজ্যের মানুষ কে বোকা বানানো যাবে না বলে তিনি উল্লেখ করেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.