শিরোনাম 24: ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে মাদ্রাসা ও টোল বন্ধের সিদ্ধান্ত নিল অসম সরকার। সম্প্রতি অসমের সরকারি মাদ্রাসা ও সরকারি টোল গুলি বন্ধ করে দেওয়া হবে। সেসব জায়গায় আধুনিক স্কুলে পরিণত করা হবে। এমনটাই ঘোষণা করল আসামের শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মাদ্রাসা বা টোল চালানো কোনও ধর্ম নিরপেক্ষ সরকারের কাজ হতে পারে না। তাই অসম জুরে যেসব মাদ্রাসা এবং সংস্কৃত টোল রয়েছে সব বন্ধ করে দেওয়া হবে। বরং উন্নত সরকারি স্কুল চালু করে সেখানে দরিদ্রদের পড়াশোনার সুযোগ করে দিয়ে, রাজ্য জুরে শিক্ষার প্রসার ঘটানোর চিন্তা ভাবনা করেছে অসম সরকার।
মাদ্রাসা ও টোল বন্ধ হতে যাচ্ছে আসামে
0
February 15, 2020
শিরোনাম 24: ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে মাদ্রাসা ও টোল বন্ধের সিদ্ধান্ত নিল অসম সরকার। সম্প্রতি অসমের সরকারি মাদ্রাসা ও সরকারি টোল গুলি বন্ধ করে দেওয়া হবে। সেসব জায়গায় আধুনিক স্কুলে পরিণত করা হবে। এমনটাই ঘোষণা করল আসামের শিক্ষা মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, মাদ্রাসা বা টোল চালানো কোনও ধর্ম নিরপেক্ষ সরকারের কাজ হতে পারে না। তাই অসম জুরে যেসব মাদ্রাসা এবং সংস্কৃত টোল রয়েছে সব বন্ধ করে দেওয়া হবে। বরং উন্নত সরকারি স্কুল চালু করে সেখানে দরিদ্রদের পড়াশোনার সুযোগ করে দিয়ে, রাজ্য জুরে শিক্ষার প্রসার ঘটানোর চিন্তা ভাবনা করেছে অসম সরকার।

