আর্ত দের পাশে দাড়িয়ে স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্ম জয়ন্তী পালন সিতাইয়ে



শিরোনাম ২৪ ডেস্ক , ১২ জানুয়ারি  দিনভর নানা অনুষ্টানের মধ্য দিয়ে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্ম দিবস সিতাই শুক্রবার  সিতাই  ভোলাচাত্রা জুনিয়ার হাইস্কুলের মাঠে  সিতাই বিবেকানন্দ পাঠ চক্রের উদ্যোগে  স্বামী বিবেকানন্দের ১৫৫ তম জন্ম দিবস পালিত হয় এদিন সকালে রামকৃষ্ণ পরমহংশদেব ,সারদা মা , সিস্টার নিবেদিতার স্ট্যাচু ট্যাবলো সহযোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এরপর স্কুল প্রাঙ্গনে সাংস্কৃতিক মঞ্চে দিনভর নানা  অনুষ্টানের পাশাপাশি স্বামীজির জীবনী নিয়েও আলোচনা হয় এদিন স্বামী বিবেকানন্দের জন্ম দিবস উপলক্ষে প্রদীপ প্রোজ্জ্বলনের মধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সুচনা করেন সিতাই রামকৃষ্ণ সেবাশ্রমে স্বামী  বিঞ্জানানন্দতীর্থ মহারাজ জী এছাড়াও উপস্থিত ছিলে সিতাইয়ের বিধায়ক জগদীশ চন্দ্র  বর্মা বসুনিয়া , স্বামীজির জন্ম দিবস আয়োজন কমিটির সম্পাদক স্বপন কুমার পাটোয়ারী, রাজীব দাস,বিপ্লব রায় প্রমুখ  এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিল স্বামীজির জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি মাথাভাঙ্গা প্রগতি নাট্য সংস্থা দ্বারা অভিনীত নাটক নটী বিনোদিনী, দেহসৌস্টব প্রদর্শনী  হয়েছে বলে  বিবেকানন্দ পাঠ চক্রের পৃষ্ঠ পোষক স্বপন কুমার পাটোয়ারী জানান পাশাপাশি তিনি আরও বলেন , এই এলাকার দুঃস্থ পরিবার কে শীতের হাত থেকে বাঁচাতে তাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হবে বলে তিনি জানান  ​

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.