![]() |
| অবৈধ গাঁজা ক্ষেত নির্মূল করছেন দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরী। নিজেস্ব চিত্র |
সুভাষ মণ্ডল , দিনহাটা , ১৫ জানুয়ারিঃ অবৈধ গাঁজা চাষ রুখতে কড়া পদক্ষেপ নিল দিনহাটা মহিলা থানা । দিনহাটার গোসানিমারিতে তিন তিনটে গাঁজা ক্ষেতকে নষ্ট কড়লো দিনহাটা মহিলা থানা্র পুলিশ । অবৈধ গাঁজা চাষ বন্ধ করতে পুলিশের এই অভিযান কে ঘিরে ব্যাপক অলোড়ন ছড়িয়ে পড়ল ।
দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরীর নেতৃত্বে এই অভিযান চলে অবৈধ গাঁজা চাষ বন্ধে এই অভিযান চলে । দিনহাটা ১ ব্লকের প্রত্যান্ত গ্রাম গোসানিমারি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার চাকির পাড়ায় থাকা অবৈধ ভাবে চাষাবাদ চলতে থাকা ৩টি গাঁজা ক্ষেত নষ্ট করলো দিনহাটা মহিলা থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে , দিনহাটা থানার অর্ন্তগত গোসানিমারি ১ গ্রাম পঞ্চায়েতের চাকির পাড়ায় এলাকায় তিনটি ক্ষেতে থাকা সমস্ত গাঁজা গাছ নষ্ট করে দেওয়া হয় । নষ্ট করে দেওয়া এই গাজার পরিমান কয়েক লক্ষ টাকা বলে সূত্রের দাবী ।সাদা পোষাকে এদিন দিনহাটা মহিলা থানার ওসি সোনম মাহেশ্বরীর নেতৃত্বে গাঁজা ধ্বংসের এই অভিযানকে সাধুবাদ জানান অনেকেই । এই অভিযানে ওসি সোনম মাহেশ্বরী ছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা । অবৈধ গাঁজা চাষ বন্ধে করতে পুলিশের এই অভিযান আগামীতেও চলবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । উল্লেক্ষ্য , দিন কয়েক আগে কোচবিহারের চান্দামারি এলাকা থেকে ১৬৭ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ । পাশাপাশি তিন জনকে গ্রেফতার করে কোচবিহার থানা ।

