শ্রমিক মেলা শুরু হল দিনহাটায়

দিনহাটা ঃ দুদিন ব্যাপী শ্রমিক মেলা শুরু হল দিনহাটায় । বৃহস্পতিবার দিনহাটা শহরের  মহারাজা নৃপেন্দ্র নারায়ন স্মৃতি সদনে এই দুদিন ব্যাপী শ্রমিক মেলা শুরু হল । আঞ্চলিক শ্রম দপ্তরে দিনহাটা মহকুমার উদ্যোগে এদিনের এই শ্রমিক মেলার শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ । এছাড়াও এদিনের শ্রমিক মেলার উদ্বোধনী  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান , দিনহাটা পৌরসভার চেয়ারম্যান তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ , দিনহাটার মহকুমাশাসক  কৃষ্ণাভ ঘোষ , দিনহাটা ১ নং ব্লক পঞ্চায়েত সমতির সভাধিপতি ঝর্না দাস , দিনহাটা পৌরসভার কাউন্সিলার অসীম নন্দী , কোচবিহার জিলা পরিষদের কর্মাধক্ষা মমতাজ বেগম,  দিনহাটা মহকুমা ব্যবসায়ী সমিতি সভাপতি ভবানী শঙ্কর আগওয়ালা , দিনহাটা মহকুমা ব্যাবসায়ী কল্যান সমিতির শ্যাম সুন্দর সোনী্‌, বিশিষ্ট সমাজসেবী বিশু ধর, নুর আলল হোসেন প্রমুখ । প্রদীপ প্রোজ্জ্বলনের মধ্য দিয়ে শ্রমিক মেলার শুভ সুচনা করেন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ । এরপর ৪০৮ জন বেনিফিসিয়ারির হাতে চেক তুলে দেওয়া হয় বলে শ্রম দপ্তর সুত্রে জানা গেছে । এদিন বেনিফিসিয়ারি দের হাতে চেক তুলে দেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ , বিধায়ক উদ্যয়ন গুহ । 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.