তৃণমূলের গড়ে একের পর এক দখল বিজেপির

শিরোনাম 24 , 9 জুলাই: প্রায় 35 হাজার ভোটে লিড পাওয়ার পরেও সিতাই বিধানসভা এলাকায় একের পর এক গ্রাম পঞ্চায়েত দখল বিজেপি র। গতকাল সিতাই এর বিজেপি নেতা নূর মহম্মদ প্রামানিক ও পরিমল রায়ের নেতৃত্বে এক নং গ্রাম পঞ্চায়েত দখলের পর এদিন 2 নং গ্রাম পঞ্চায়েত দখল করলো বিজেপি। জানা গিয়েছে সিতাই 2 নং গ্রাম পঞ্চায়েত এর দুই জন পঞ্চায়েত সদস্য বাদে বাকি পঞ্চায়েত সদস্য সহ গ্রাম পঞ্চায়েত প্রধান কুসুম বর্মন বিজেপি তে যোগদান করায় এই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে চলে যায়। এদিন গ্রাম পঞ্চায়েত কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে কাজ শুরু করতে দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , বিজেপি নেতা নূর ইসলাম বাবু , মনোরঞ্জন , কৃষ্ণ দাস , সহ একাধিক বিজেপি নেতা ও কর্মী। নব্য বিজেপিতে যোগদান কারী এই গ্রাম পঞ্চায়েত বলেন , দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নে মুদ্ধ হয় বিজেপিতে যোগদান করে আজ থেকে  কাজ শুরু হলো। কোচবিহারের বিজেপি সাংসদ তথা দাপুটে যুব নেতা নিশীথ প্রামানিক বিজেপি তে যোগদানের পর জেলায় বিজেপি চাঙ্গা হয় ওঠে। রাজনীতি বিমুখ ব্যক্তিরা ও নিশীথ প্রামানিক বিজেপি তে যোগ দানের পর বিজেপি তে যোগদান করছে বলে দলীয় নেতা র বলেন। কোচবিহারের কম বেশি অনেক বিধানসভায় বিজেপি লোকসভা নির্বাচনে লিড করলেও সিতাই বিধানসভা এলাকায় মুখ থুবড়ে পড়ে বিজেপি। কিন্তু লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হতে না হতেই  সিতাই বিধানসভায় বিজেপির বিজয় মিছিল সহ একাধিক ঘটনা খবরের শিরোনামে আসে। শুরু হয়ে যায় একের পর এক বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনা। আহত হয় একাধিক দুই পক্ষের কর্মী সমর্থক। লোকসভা নির্বাচনে প্রায় 35 হাজার ভোটে তৃণমূল লিড করলেও তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি । এলাকার ছাড়ে তৃণমূল বিধায়ক জগদীশ বসুনিয়া। ভাঙচুর করা হয় শাসক দলের বিধায়ক জগদীশ বসুনিয়া র বাড়ি। এক সপ্তাহের মধ্যেই ফের স্বাভাবিক ছন্দে ফিরে আসে কোচবিহারের দিনহাটার সিতাই বিধানসভা।  এর পরেই এলাকার বিজেপি নেতা তথা নিশীথ প্রামানিক অনুগামী নূর মহ: প্রামানিক , পরিমল বর্মন ও এলাকার বিজেপি নেতৃত্তে একের পর এক গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে নিতে দেখা যায় বিজেপি কে। নূর মোহাম্মদ প্রামানিক বলেন , সাংসদ নিশীথ প্রামানিক ও দেশের বিজেপি নেতৃত্তের শিষ্টাচার ও শৃঙ্খলা পরায়নতা দেখে একাধিক প্রাক্তন তৃণমূল নেতৃত্ব ও গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ একাধিক পঞ্চায়েত কর্মী ও কর্মী সমর্থক বিজেপিতে যোগদান করছে। যেহেতু পঞ্চায়েত কর্মী সহ প্রধান উপপ্রধান বিজেপিতে যোগদান করছে সেই কারণে ই একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দলে আসছ। তিনি আরো বলেন, সিতাই এর তৃণমূল নেতৃত্ব তথা বিধায়ক সাধারণ মানুষকে দীর্ঘদিন নিপীড়ন করেছে। সেই কারণেই সিতাই বাসী তাকে তার যোগ্য জবাব দিয়েছে। বিধায়কের অত্যাচারে অত্যাচারিত প্রতিটি মানুষ তৃণমূল ছেড়ে বিজেপি হচ্ছে বলে তিনি সাফ জানিয়ে দেন। পরিমল বর্মন বলেন , জগদীশ বসুনিয়া তার হার্মাদ বাহিনী দিয়ে এলাকায় সন্ত্রাসের রাজত্ব স্থাপন করেছিলো। কিন্তু বিজেপি ক্ষমতায় আসতেই মানুষ প্রতিবাদ শুরু করে। তিনি উল্লেখ করেন , এলাকার অধিকাংশ গ্রাম পঞ্চায়েত আগে তৃণমূলের দখলে থাকলেও বর্তমানে বিজেপির দখলে আসে বলে তিনি জানান। 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.