দিনহাটা, 29 জুলাই: পুজোর খুঁটি উদ্বোধন কে ঘিরে সাজো সাজো রব দিনহাটায়। হাতে গোনা মাত্র কয়েক দিন বাকি দুর্গাপূজার তারই আগে দিনহাটা সিতাই এর ড্রিমল্যান্ড ক্লাবের খুঁটি পুজো ও পোস্টার ওপেনিং কে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা গেল স্থানীয় বাসিন্দাদের। এদিন সিতাই এর ড্রিমল্যান্ড ক্লাব ও ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এক সভার মাধ্যমে দুর্গোত্সবের শুভ সূচনা করে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল এলাকার বিশিষ্ট সমাজসেবী নুর মোহাম্মদ প্রামানিক, পরিমল রায়, ক্লাব কর্তৃপক্ষ তাপস দাস ব্যবসায়ী সমিতির দায়িত্বপ্রাপ্ত নিরঞ্জন কুন্ডু সহ এলাকার বিশিষ্ট জনেরা। সভা মঞ্চ থেকে বিশিষ্ট সমাজসেবী নুর মোহাম্মদ প্রামানিক, পরিমল রায় বলেন সৌহার্দ্য ও সম্প্রীতি অটুট মেল বন্ধনে দুর্গাপুজোর উৎসবে মেতে ওঠে আপামর বঙ্গবাসী তথা বাঙালির জাতীয় এই উৎসব কোন হিন্দু না মুসলিম না উৎসব সকলের।
বক্তব্য রাখতে গিয়ে নুর মোহাম্মদ মানিক বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব এ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে সকলের এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি হয়। হাতে গোনা মাত্র কয়েকদিন বাদেই মায়ের আগমন। তারই আয়োজনের এদিন শুভ সূচনা করে এলাকাজুড়ে উৎসবের বার্তা তিনি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আবেদন জানান। সমাজসেবী পরিমল রায় বলেন, হিন্দু মুসলিম সৌভ্রাতৃত্বের এই উৎসবে সকলকে শুভেচ্ছার পাশাপাশি এই উৎসব এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।
বক্তব্য রাখতে গিয়ে নুর মোহাম্মদ মানিক বলেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব এ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সাথে সকলের এক অপূর্ব মেলবন্ধন সৃষ্টি হয়। হাতে গোনা মাত্র কয়েকদিন বাদেই মায়ের আগমন। তারই আয়োজনের এদিন শুভ সূচনা করে এলাকাজুড়ে উৎসবের বার্তা তিনি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আবেদন জানান। সমাজসেবী পরিমল রায় বলেন, হিন্দু মুসলিম সৌভ্রাতৃত্বের এই উৎসবে সকলকে শুভেচ্ছার পাশাপাশি এই উৎসব এর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন।


