শিরোনাম 24, সিতাই, 6 জুন: বিধায়কের গড়েই বিধায়কের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গেল কাট মানি ইস্যুকে কেন্দ্র করে। গতকাল সিতাই এর বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামানিক ও পরিমল রায় কে দেখা যায় কাঠ মানি ইস্যুকে কেন্দ্র করে আজকের বিক্ষোভ মিছিলের ডাক দিতে। শনিবার হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে সিতাই এর বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামানিক ও পরিমল রায়ের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিনের এই বিক্ষোভ মিছিল চলাকালীন সিতাই এর বিধায়ক জগদীশবাবু সোনিয়ার বিরুদ্ধে কাট মানি র অভিযোগ তুলে সোচ্চার হয়। যদিও সিতাই এর তৃণমূল কংগ্রেস বিধায়ক জগদীশ বসুনিয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি। মিছিল চলাকালীন এলাকার বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রমানিক বলেন, " দীর্ঘদিন ধরে সিতাই বাসিকে অত্যাচার করেছিলেন বিধায়ক জগদীশ বসুনিয়া। সম্প্রতি অত্যাচারিত সাধারণ মানুষ কার্যত তার বিরুদ্ধে তোপ দাগে। তারপর থেকেই এলাকাছাড়া হয়েছেন জগদীশবাবু। কিন্তু আজ সিতাই এর বিধায়ক কাট মানি র টাকা ফেরত দেওয়ার জন্য পুনরায় সিতাই তে আমন্ত্রণ।" পাশাপাশি যদি দিনে কাঠ মানিক টাকা ফেরত না দেন তাহলে প্রতারিতদের নিয়ে বিজেপি ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেন। পাশাপাশি বিজেপি নেতা পরিমল বর্মণ বলেন, " সিতাই এর বিধায়ক জগদীশ বসুনিয়া তার হার্মাদ বাহিনী দিয়ে দিনের পর দিন সাধারণ মানুষকে অকথ্য অত্যাচার করে গেছেন। যার প্রতিবাদে সাধারণ মানুষ যখন সোচ্চার হয় তখন তিনি পালিয়ে যান। কিন্তু তিনি যদি কাট মানির টাকা ফেরত না দেন তাহলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামবে প্রতারিত রা" বলে তিনি সাফ জানিয়ে দেন। এদিনের এই প্রতিবাদ মিছিল কে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা যায় সিতাই ব্লক জুড়ে। পাশাপাশি মিছিলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সিতাই থানা থেকে পুলিশ ও রে ফ নামানো হয়। যদিও মিছিলকে কেন্দ্র করে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানা গেছে। পাশাপাশি এদিন ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির 119 তম জন্মদিন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান এর পাশাপাশি জাতীয় পতাকা ও বিজেপির দলীয় পতাকা সিতাই এর বিভিন্ন এলাকায় উত্তোলন করা হয়। বিষয়টি নিয়ে শাসকদলের সিতাই বিধায়ক জগদিশ বসুনিয়া কে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

