শিরোনাম 24 ডেস্ক , 11 জুলাই: বিজেপির সভা পথসভা সহ বেশ কয়েকটি কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে কোচবিহারের বিভিন্ন জায়গায়। দলীয় সূত্রে জানা গেছে, আগামী 13 জুলাই কোচবিহারের মাথাভাঙ্গা শীতলকুচি সিতাই সহ দিনহাটা য় সভা পথ সভা সহ বেশ কিছু কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি। বিজেপির এই কর্মসূচি তে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কোচবিহারের নব্য সাংসদ নিশিত প্রামানিক, বিজেপির জেলা সভাপতি মালতি রাভা সহ দলীয় নেতৃত্ব অশোক মন্ডল, দীপ্তিমান সেনগুপ্ত, নূর মোহাম্মদ প্রামানিক, পরিমল রায় সহ একাধিক নেতৃত্ব ও দলীয় কর্মী সমর্থকরা থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। দিনহাটার বিজেপি নেতা অশোক মন্ডল বলেন, দিনহাটা শহরে সংহতি ময়দানে জনসভা করার ইচ্ছে থাকলেও রথের মেলা চলার দরুণ মাঠ খালি না পাওয়ায় শহরের পাঁচমাথা মোড়ে পথসভার আয়োজন করা হয়েছে। এই পথসভা কার্যত জনসভায় পরিণত হবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই প্রচারে নেমে গেছে দিনহাটার বিজেপি নেতৃত্ব। কার্যত তৃণমূলের গড় সিতাই এ র তামাক হাটি এলাকায় বিজেপির জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি দেখা যায়। সিতাই এর বিজেপি নেতা নুর মোহাম্মদ প্রামানিক , পরিমল রায়, নুর ইসলাম বাবু বলেন, কয়েক হাজার লোকের জমায়েত হবে আগামী 13 তারিখ। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কোচবিহারের সেলিব্রেটি সাংসদ নিশীথ প্রামাণিকের এই জনসভাকে জনসমুদ্রে পরিণত করা হবে। সিতাই তথা কোচবিহারে র মধ্যে এত লোক নিয়ে এরকম জনসভা খুব কম হয়েছে। তারই প্রস্তুতি চলছে বলে জানান। পাশাপাশি বিজেপির এই কর্মসূচিতে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া পুলিশি পাহারার ব্যবস্থা থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

