কাট মানি ফেরতের ভয়ে পালালেন বিধায়ক, বলছে বিজেপি

কুচবিহার, 28 জুলাই: কাঠ মানির টাকা ফেরতের ভয় বাড়ি ছেড়ে পালালেন বিধায়ক । এমনই অভিযোগ তুলে সোচ্চার হলো সিতাই এর বিজেপি কর্মী সমর্থকরা। রবিবার দুপুরে কুচবিহারের দিনহাটা সিতাই বিধানসভা এলাকায় বেসিক স্কুলের মাঠে প্রায় দশ হাজার কর্মী-সমর্থক নিয়ে এক বৈঠকের পর পথে নামল বিজেপির কর্মী-সমর্থকেরা। 

এদিনের এই বৈঠক ও মিছিলে কার্যত তুলোধোনা করে সিতাই এর বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কে । এদিনের বিজেপির তরফে আয়োজিত এই সভা সহ মিছিল এর পরিচালনায় দেখা যায় নূর মোহাম্মদ প্রামানিক পরিমল বর্মন কে ।  এলাকার 2 প্রভাবিত বিজেপি নেতার নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থক এ দিন সভাসহ মিছিলে পা মেলান। এলাকার দাপট এ বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামানিক ও পরিমল বর্মন এর নেতৃত্বে প্রায় 10 হাজার কর্মী সমর্থক নিয়ে এক মিছিল সিতাই বিধানসভা বিভিন্ন পথ পরিক্রমা করে। পথ পরিক্রমা কালে সীতাই এর তৃণমূল বিধায়ক জার্মানির বিরুদ্ধে নানা দুর্নীতির স্লোগান শুনতে পাওয়া যায়।  দিন কয়েক আগে দীর্ঘদিন ঘরছাড়া এই তৃণমূল বিধায়ক বিরাট পুলিশি পাহারা নিয়ে সিতাই এর হাসপাতাল সংলগ্ন নিজ বাসভবনে আসে। কিন্তু গতকাল মধ্যরাত থেকেই সিতাই এর বিধানসভার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কে তার নিজস্ব বাসভবনে দেখা যায়নি। বিজেপির সিতাই বিধানসভা দুই নেতা নূর মোহাম্মদ প্রামাণিক ও পরিমল বর্মণ বলেন, সিতাই এর আপামর জনসাধারণের কাছ থেকে দীর্ঘদিন ধরে বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া বিভিন্নভাবে কাট মানির টাকা তুলেছেন। দীর্ঘদিন ধরেই সিতাই এর বিধায়ক সিতাই এ নিজের বাড়ি ছেড়ে অজ্ঞাতবাসে ছিলেন।

 সে সময় কয়েক হাজার প্রতারিত রা বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কে সীতাই ফিরে এসে তাদের কাট মানির টাকা ফেরতের জন্য এক মিছিল করেন। সেই মিছিল হওয়ার কয়েক মাস পর সিতাই এর বিধায়ক জগদিশ বর্মা বসুনিয়া যখন তার নিজ বাসভবনে ফিরে আসেন তখন প্রতারিত তার কাছে কাট মানির টাকা ফেরত চাইলে জন চক্ষুর অন্তরালে নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে তারা উল্লেখ করেন।  এমনকি বিজেপির এই দুই নেতা আরো বলেন, সাধারণ মানুষ চাইছে আবার বিধায়ক ফিরে তাদের কাট মানি টাকা ফেরত দিক। এমন কি নূর মোহাম্মদ প্রামানিক ও পরিমল বর্মন আরো বলেন, জগদীশবাবু যেদিন সিতাই এ আসবেন প্রতারিত না সেদিন থেকে তার বাড়ির সামনে কাট মানি টাকা ফেরতের দাবিতে অনশনে বসবে বলে সাফ জানিয়ে দেন।  বিষয়টি নিয়ে সিতাই এর বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া কে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। তৃণমূলের সংশ্লিষ্ট নেতৃত্ব বলেন, বিজেপি লোকসভা নির্বাচনে জয় লাভের পর নিজেদের গায়ের জোর দেখিয়ে নানান সমাজ বিরোধী কর্মকাণ্ড শুরু করেছে। জগদীশ বর্মা বসুনিয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ  কে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় সংশ্লিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.