শিরোনাম 24, দিনহাটা সুদীপ্ত রায় , ১৬ জুলাই : গত 10 ই জুলাই অন্তঃসত্বা অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন গোসানিমারি কালিয়াগঞ্জ গ্রামের একটি 13 বছরের নাবালিকা কন্যা। হাসপাতলে ভর্তি হওয়ার সময় সে সাত মাসের অন্তঃসত্তা ছিলো । ঘটনার বিবরণে তার মা সন্ধ্যা সূত্রধরের কাছ থেকে জানা যায়,গত 7 মাস আগে মানিক মোদক ও জগদিশ মোদক নামে প্রতিবেশী দুই যুবক মেয়েটিকে প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে মায়ের বাড়িতে না থাকার সুযোগ নিয়ে। মেয়েটির বাবা গত দু'বছর থেকে নিখোঁজ।ভয়ে মেয়েটির মুখ না খুললেও তার অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই মানিক ও জগদিশ এর নাম বেরিয়ে আসে। এই ঘটনায় লিখিত অভিযোগ দিনহাটা পুলিশ থানায় জানালেও এখনো অধরাই থেকে গেছে দোষী রা। এই ঘটনার প্রতিবাদে আজ গোসানিমারি জুড়ে AKS সংস্থার তরফ থেকে প্রায় শতাধিক যুবক-যুবতীরা বিক্ষোভ মিছিল বের করে। পুলিশের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানায় তারা।এই বিক্ষোভ মিছিল গোসানিমারি বাজার ঘুরে আদাবারি ঘাটের দিকে যায়।
সমাজসেবী সংগঠন এ কেএস এর তরফে মরণ মন্ডল বলেন, দিনকে দিন ধর্ষণের মতো ভয়ানক অপরাধ সমাজে বেড়েই চলেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় দোষীরা ক্ষমতা অথবা টাকার জোরে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সেরকম ঘটনা যাতে গোসানিমারি বুকে না ঘটে তার জন্য তারা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন বলে তিনি উল্লেখ করেন।


