শিরোনাম ২৪ ডেস্ক : নিশীথ প্রামানিক জ্বরে ভুগছে কোচবিহার জেলা। কোচবিহার লোকসভার এই "সেলিব্রেটি" সংসদ কে ঘিরে আট থেকে আশি সকলের উন্মাদনা চোখে পড়ার মতো। তরুণ সংসদ নিশীথ প্রামানিক লোকসভা নির্বাচনে জয়লাভের পর দিল্লী থেকে ফেরার পর চলছে একের পর এক সংবর্ধনা জ্ঞাপন। কখনো দেখা যাচ্ছে 2000 মোটর বাইক রেলি করে গিয়ে সংবর্ধনা দিচ্ছে। আবার কখনো বা দূরদূরান্ত থেকে পায়ে হেঁটে এসে একবার ছুঁয়ে দেখতে চাইছে নিশীথ প্রামাণিককে। হাজার হাজার লোকের সঙ্গে সেলফি তোলার পাশাপাশি আলিঙ্গন করতে দেখা যাচ্ছে সদ্য নির্বাচিত এই তরুণ সংসদ কে। কার্যত নিজের নাওয়া-খাওয়া ভুলে ভোরবেলা থেকে শুরু করে রাত্রি তিনটে পর্যন্ত চলে লোকের ভিড়। এত কিছুর মধ্যেও খোশমেজাজে দেখা যায় নিশীথ প্রামাণিককে। কখনো বয়স্ক মানুষের পায়ে হাত আবার কখনো বা শিশু কিশোরদের কোলে তুলে খোশমেজাজে চলছে গল্প। এরই মধ্যে কোচবিহারের সিতাই থেকে নূর মোহাম্মদ প্রামাণিকের নেতৃত্বে 2000 বাইক সহ প্রায় 500 গাড়ি ভর্তি দলীয় কর্মী সমর্থকরা নিশীথ প্রামাণিকের লাটাগুড়ির বাড়িতে গিয়ে শুভেচ্ছা বার্তা জানিয়ে আসে। পাশাপাশি উত্তরবঙ্গে বিভিন্ন এলাকা থেকে সংবর্ধনা জানাতে আসে নিশীথ প্রামাণিকের ভক্তরা। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গেছিল সিতাই বিধানসভা তে ৩৬হাজারের বেশী ভোটে এগিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস। এর পরেই শুরু হয় বিজেপি তৃণমূল সংঘর্ষ। ভাঙচুর হয় উভয় দলের নেতাকর্মীদের বাড়ি। ঘটনার জেরে গুরুতর জখম হয় এক বিজেপি কর্মী। সিতাই এর তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও স্থানীয় বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামানিক অভিযোগ অস্বীকার করে। পরবর্তীতে দিল্লি থেকে নিশিথ প্রামাণিক ফিরে আসার পর কিছুটা হলেও স্বস্তির হাওয়া বইতে শুরু করে সিতাইয়ে।
ভিদিও দেখতে এখানে ক্লিক করুন
এসবের মধ্যে ও এই দাপুটে নেতা প্রভাব একচুলও কমেনি। কখনো তাকে দেখা যায় অটোগ্রাফ দিতে আবার কখনো বা কর্মী-সমর্থকদের সাথে সেলফি তে। " মানুষের জন্য করে গেছি, মানুষের জন্য করে যাব। সব সময় সবার পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকার চেষ্টা করব।" বলে উল্লেখ করেন বিজেপি র এই তরুণ সাংসদ। পাশাপাশি সাংসদ নিশীথ প্রামানিক বলেন , মানুষের এই ভালোবাসা আজীবন ধরে রাখার চেষ্টা চালিয়ে যাবো।
ভিদিও দেখতে এখানে ক্লিক করুন
এসবের মধ্যে ও এই দাপুটে নেতা প্রভাব একচুলও কমেনি। কখনো তাকে দেখা যায় অটোগ্রাফ দিতে আবার কখনো বা কর্মী-সমর্থকদের সাথে সেলফি তে। " মানুষের জন্য করে গেছি, মানুষের জন্য করে যাব। সব সময় সবার পাশে ছিলাম আছি এবং ভবিষ্যতে থাকার চেষ্টা করব।" বলে উল্লেখ করেন বিজেপি র এই তরুণ সাংসদ। পাশাপাশি সাংসদ নিশীথ প্রামানিক বলেন , মানুষের এই ভালোবাসা আজীবন ধরে রাখার চেষ্টা চালিয়ে যাবো।

