কোচবিহার 23 শে জুন: শপথ গ্রহণ পর্ব শেষ হতেই কোচবিহার বিমানবন্দর পুনরায় চালু করার উদ্যোগ নিল সাংসদ নিশিথ প্রামানিক। এদিন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে এ বিষয়ে দীর্ঘ ক্ষণ বৈঠক করতে দেখা যায় কুচবিহারের তরুণ সংসদ নিশিথ প্রামাণিককে। জানা গিয়েছে, শপথ গ্রহণ পর্বের তিন দিনের মাথায় কোচবিহার বিমানবন্দর সংক্রান্ত ফাইল খুলে পুনরায় বিমানবন্দর চালু করার এই উদ্যোগকে সাধুবাদ জানাই কোচবিহার উত্তরবঙ্গের বাসিন্দারা। পূর্বেও কয়েকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কোচবিহার কলকাতা উড়ান পরিষেবা চালু হলেও পরবর্তীতে কিছুদিনের মধ্যেই তা বন্ধ হয়ে যায়। পাশাপাশি কোচবিহার বিমানবন্দর ব্যবহার না করায় বেশ কিছু ত্রুটি নজর পড়ে সাংসদের। কার্যত এই বিষয়ে এদিন বিজেপির এই তরুণ সাংসদ সহ বিজেপি নেতৃত্ব কোচবিহার বিমানবন্দর পরিদর্শনে যায়। সম্প্রতি 3 দিন আগে দিল্লির লোকসভায় শপথ গ্রহণ নিতে দেখা যায় কোচবিহারের সাংসদ নিশিথ প্রামাণিককে। তার 72 ঘন্টা পেরোতে না পেরোতেই কাজ শুরু করে দিয়েছে সাংসদ নিশিথ প্রমানিক। এদিন তিনি বলেন, কোচবিহারের মূল সমস্যা বেকারত্ব। তার কারণ ভৌগলিক গত অবস্থার কারণে কোচবিহারে গড়ে ওঠেনি ইন্ডাস্ট্রিয়াল হাব বা কোন কোম্পানি। পাশাপাশি কোচবিহার সহ উত্তর বঙ্গের বিপুল অংশের মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল এই কোচবিহার বিমানবন্দর থেকে নিয়মিত বিমান ওঠানামা করবে। এর ফলে বাইরের থেকে ব্যবসায়ীরা এসে কোচবিহারের তাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটানোর পাশাপাশি বেকারত্ব কিছুটা কমবে বলে তিনি মনে করেন। তরুণ সাংসদ নিশিত প্রামানিক বলেন, কোচবিহার জেলার মানুষ আমাকে তাদের সেবা করার যে সুযোগ করে দিয়েছে তার একচুলও ঘাটতি কোনদিনও হতে দেবো না। পাশাপাশি উদ্যমী সাংসদের এহেন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে কোচবিহার জেলার আপামর বাসিন্দারা। নিশীথ প্রামাণিকের এই উদ্যোগকে ঘিরে কার্যত সাজো সাজো রব জেলা জুড়ে। এয়ারপোর্ট অথরিটি সূত্রে জানা গিয়েছে, দিল্লির লোকসভায় সংসদ নিশীথ প্রামাণিকের অনুরোধে দুদিন আগে সংশ্লিষ্ট দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর নির্দেশে কোচবিহার এয়ারপোর্টের চাপা পড়া ফাইল পুনরায় খুলে এয়ারপোর্ট চালু করার বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে চলেছে সংশ্লিষ্ট দপ্তর বলে জানা গিয়েছে।

