সাংবাদিককে খুনের অভিযোগ সরকারি আধিকারিকের বিরুদ্ধে


শিরোনাম ২৪ ডেস্কঃ সত্য ধামাচাপা দিতে সাংবাদিক কে পুড়িয়ে মারল সরকারি আধিকারিক ।মধ্যপ্রদেশের সাগর জেলার শাহগড় এলাকার কৃষি দফতরের আধিকারিক আমন চৌধুরির বাড়ির বাইরে হিন্দি দৈনিকের সিনিয়র জার্নালিস্ট চক্রেশ জৈনের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয় পরবর্তীতে তিনি মারা যান। অভিযোগ বেআইনি কার্যকলাপ ধামাচাপা দিতে নির্ভিক সাংবাদিক চক্রেশ জৈন কে পুড়িয়ে মেরেফেলে ঐ সরকারি আধিকারিক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বুধবার সকালে কৃষি দফতরের আধিকারিক আমন চৌধুরির বাড়ির বাইরে শরীরের ৯০ শতাংশ অগ্নিদগ্ধ অবস্থায় পরে থাকতে দেখে এলাকার লোকেরা । পরবর্তিতে তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সাংবাদিক চক্রেশ জৈন এর ।
 সাংবাদিকের পরিবারের অভিযোগ
, একটি মামলার ব্যাপারে কাজের সুবাদে আমন চৌধুরির সঙ্গে চক্রেশের বছর দুয়েক আগে যোগাযোগ হয়আমনের বেআইনি কার্যকলাপ নিয়ে ওই মামলা হয়কিছুদিন পরেই ওই মামলার শুনানি ছিলসেই ব্যাপারেই আমনের বাড়িতে চক্রেশ কে ডেকে পাথানো হয় এরপরই আমনের বাড়ির বাইরে থেকে তাঁর আধপোড়া দেহ উদ্ধার হয়স‌ত্যিটা যাতে সামনে না চলে আসে, তার জন্যই চক্রেশকে পুড়িয়ে মারা হয়েছে বলে উল্লেখ করে পরিবারের লোকেরা অন্যদিকে ওই সরকারি আধিকারিকের দাবি, সকাল আটটা নাগাদ চক্রেশ তাঁর বাড়িতে যানকথা চলার মাঝেই নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন চক্রেশআধিকারিকের এই কথা উরিয়ে দিয়ে এলাকার পুলিশ আধিকারিক বলেন ,  সাংবাদিক আত্মহত্যা করেন নি , তাকে খুন করা হয়েছে ।  পুলিশের এখ শীর্ষ আধিকারিক জানিয়েছেন, সাংবাদিকের পরিবার আমন চৌধুরি ও আরও একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেনপ্রাথমিক তদন্তে অনুমান, পুড়িয়েই মারা হয়েছে চক্রেশ জৈনকেঘটনার তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানা

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.