সৌজন্যমূলক সাক্ষাৎকার করে ফেরার পথে হামলার অভিযোগ সিতাইয়ে

শিরোনাম ২৪ ডেস্ক , ২০ জুন: বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা মহকুমার সিতাই এর বিভিন্ন এলাকা। জানা গিয়েছে বুধবার রাতে স্থানীয় বিজেপি নেতা নূর মোহাম্মদ প্রামাণিকের নেতৃত্বে পরিমল রায়, মহিলা মোর্চার নেত্রী মিনা বর্মন সহ প্রমূখ বিজেপি কর্মী সমর্থকরা সিতাই এর আদাবাড়ি সংলগ্ন এলাকার বিজেপি কর্মী
 গোপাল বর্মন এর বাড়িতে সৌজন্য সাক্ষাৎকারে যায়।
 অভিযোগ, সে সময় স্থানীয় বিজেপি নেতা প্রশান্ত বর্মন এর নেতৃত্বে বেশ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। ঘটনার জেরে কয়েকজন বিজেপি কর্মী গুরুতর আহত হয়। পাশাপাশি বিজেপি কর্মী গোপাল বর্মন এর বাড়ি ভাংচুরসহ বিজেপি নেতৃত্ব র একাধিক গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। যদিও বিষয়টি নিয়ে বিজেপি নেতা প্রশান্ত বর্মন কে ফোন করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি। সিতাই এর বিজেপি নেতৃত্ব নুরমহমদ প্রামানিক পরিমল রায় সহ প্রমুখ বলেন, গতকাল সন্ধ্যায় তৃণমূলের চক্রান্তে র শিকার হয়ে প্রশান্ত বর্মন সহ প্রায় 70 জনের একটি দল আগ্নেয়াস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। ঘটনার জেরে গোপাল বর্মন, রবীন্দ্র নাথ বর্মন গুরুতর আহত অবস্থায় সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। বিষয়টি সিতাই থানায় জানানো হয়েছে। তারা বলেন এরপর পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুশিয়ারি ও দেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.