শিরোনাম ২৪ ডেস্ক, ১২ মেঃ কোচবিহার
লোকসভা কেন্দ্রের ভোট হয়ে গেছে প্রায় একমাস। ফল ঘোষণায় বাকি দশ দিন। এর মধ্যেই
সাধারন ভোটার দের মতে জয়ীর তালিকায় দেখা গেলো নিশীথ কে। পাশাপাশি পিছিয়ে নেই তৃনমূল
প্রার্থী পরেশ চন্দ্র অধিকারি।
কোচবিহার এর সীমান্তবর্তী মহকুমা দিনহাটা , সিতাই , শিতলকুচি , মাথাভাঙ্গা , নাটাবাড়ি, কোচবিহার উত্তর , কোচবিহার দক্ষিন মিলেয়ে মোট সাতটি বিধানসভায় সাধারণ ভোটারদের কাছে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামই উঠে আসতে দেখা যায় । একেই মোদী হাওয়া দেশজুরে বইছে তাঁর মধ্যে কোচবিহারের মতো একটি লোকসভা কেন্দ্রে উদ্যমী যুবক কে প্রার্থী করায় বেশীরভাগ ভোটার বিজেপি মুখি । কার্্যত যুবক যুবতী থেকে শুরু করে নতুন ভোটার রা নিশীথ প্রামাণিক ওরফে বিট্টুর “ ফ্যান ” । যুব সমাজ শুধু নয় পাশাপাশি বয়স্ক ভোটারের অধিকাংশই নিশীথের জেতার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ।
যদিও
কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলকুচি সহ বেশ কয়েকটি বিধান সভায় তৃণমূল প্রার্থী
পরেশ চন্দ্র অধিকারি জীতবে বলে দাবি করতে দেখা গেছে ভোটারদের। ধর্ম সহিনষুতার
কারনেই বিজেপি কে পেশনে রেখে বিরাট পরিমান ভোটার তৃণমূল কংগ্রেসেই আস্থা রাখছেন ।
পাশাপাশি
নিশীথ প্রামানিককে বিজেপি স্টার
ক্যাম্পেনার হিসেবে দেখছে। সদ্য বিজেপি তে যোগদানকারী নিশীথ প্রামাণিক ইতিমধ্যেই
বিজেপি রাজ্য নেতা মুকুল রায় ঘনিষ্ঠ হয়ে উঠেছে ।
কোচবিহারের বিজেপির লোকসভা
প্রার্থী নিশীথ প্রামাণিক কে ইতিমধ্যেই জলপাইগুড়ি , মালদা উত্তর , রায়গঞ্জ ,
বিষ্ণুপুর , ঝাড়গ্রাম , বালুরঘাট, বাঁকুড়া , মেদিনীপুর সহ একাধিক জায়গায় ভোট
প্রচারে দেখা যায় । এমনকি নিশীথের এই ভোট প্রচার চলে চ্যাটার্ড বিমান সহ
হেলিকাপ্টারে । বিগত কয়েক বছরে কোচবিহারের কোন বিজেপি প্রার্থিকে চ্যাটার্ড বিমান বা
হেলিকাপ্টারে করে অন্য লোকসভায় প্রচারে দেখা যায়নি । 




