ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছে কুচবিহার জেলার দাপুটে নেতা নিশিথ প্রামানিক

শিরোনাম ২৪ ডেস্ক, ১৯ মার্চ: লোকসভা নির্বাচনের প্রাক্কালে কুচবিহার জেলার বিজেপি নেতা নিশির প্রামাণিক কে ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার থেকে ওয়াই প্লাস ক্যাটাগরি পেতে পারে বলে জানা গিয়েছে।  প্রায় 16 জনের বেশী সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর জওয়ান 24 ঘন্টা নিশীথ প্রামাণিকের সুরক্ষার জন্য মোতায়েন থাকবে। সম্প্রতি এক গোয়েন্দা রিপোর্টে নিশীথ প্রামাণিকের ওপর হামলার সম্ভাবনার কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের গৃহ মন্ত্রকের এই নিরাপত্তা বলে গৃহ মন্ত্রক সূত্রে জানা গেছে। 16 জনের দল হলেও পালা বদল করে আধা সামরিক বাহিনীর সাত জন জওয়ান নিশীথ প্রামাণিকের সঙ্গে থাকবে। অনেকের মতে উত্তরবঙ্গে এই প্রথম ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতে চলেছে কুচবিহার জেলার দাপুটে নেতা নিশিথ প্রামাণিক। যদিও বর্তমান পরিস্থিতিতে কুচবিহার জেলায় এই প্রথম কোন সাধারণ নেতা কে ওয়াই প্লাস ক্যাটাগরির মতো কড়া নিরাপত্তা দেওয়া হচ্ছে। তথ্য বিজ্ঞ মহল এর মতে নিশীথ প্রামানিক কোন মন্ত্রী বা জেলার তেমন কোন পদে নেই। তবুও কেন্দ্রের এহেন সিদ্ধান্তের পিছনে নিঃসন্দেহে কোন গুরুত্বপূর্ণ কারণ রয়েছে বলে উল্লেখ করে।  নিশিথ প্রামাণিক বলেন,  মানুষের মাঝে থেকে দলের মতাদর্শ সকলের কাছে পৌঁছে দিতে চাই। সাধারণ মানুষ আমার কোনো ক্ষতি করবে এটা সম্ভব না। তবে কেন্দ্রের বিজেপি সরকার যা সিদ্ধান্ত নেবে আমি তা মাথা পেতে নেব।


             **********প্রতীকী ছবি।

Post a Comment

3 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.