শিরোনাম ২৪ ডেস্ক, ১৫ মার্চ: বিজেপির প্রার্থী মনোনয়নের আগেই একাধিক ফেসবুক সমীক্ষায় জয়ী নিশীথ প্রামানিক। লোকসভা নির্বাচনের ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় সদ্য বিজেপি তে যোগদান কারি কুচবিহারের দাপুটে নেতা নিশীথ প্রামানিক এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী পরেশ অধিকারী র ভোট চলে । এতে দেখা যায় নিশীথ প্রামানিক প্রচুর সংখ্যক ভোটে পরেশ অধিকারী কে হারিয়ে দিয়েছে । যদিও বাস্তবে ভোটের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মত প্রকাশ করি ভোটের তেমন কোনো সম্পর্কই নেই। তবুও এই সমীক্ষার জেরে কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে গেরুয়া শিবির। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিষয়টি নিয়ে কোনো মাথাব্যথা নেই বলে উল্লেখ করেন ।

