শিরোনাম ২৪ ডেস্ক: নিশিত প্রামানিক কে লোকসভা নির্বাচনের প্রার্থী হিসেবে চাইছে জেলার রাজনৈতিক মহলের এক বিরাট অংশ। শুক্রবার নিশিথ প্রামানিক অনুগামী সহ তৃণমূল যুব কংগ্রেস ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দেওয়া কর্মী-সমর্থক থেকে শুরু করে জেলার সাধারণ ভোটারদের এক বিরাট অংশ বিজেপির কোচবিহারের প্রার্থী হিসেবে দেখতে চাইছে। তাদের মতে কোচবিহার জেলায় নিশিত প্রামানিক ই একমাত্র নেতা যে কোচবিহারে বিজেপির শক্ত খুঁটি হতে পারবে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের মত দাপুটে নেতা কে বিজেপি প্রার্থী হিসেবে দাঁড় করালে কোচবিহার জেলাজুড়ে গেরুয়া শিবিরের জয় নিশ্চিত।সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া কোচবিহার জেলার এই দাপুটে নেতা বিগত পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে মুন্সিরহাট হাই মাদ্রাসার নির্বাচনে শাসকদলের জয়লাভের মূল কান্ডারী ছিলেন। কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই যুব নেতা কে দল থেকে বহিষ্কারের কথা তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি তথা সাংসদ পার্থপ্রতিম রায় ফেসবুক পোস্টের মাধ্যমে জানান। তথ্য বিজ্ঞ মহল এর মতে সাংসদ পার্থপ্রতিম রায় কে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়ন এর পাশাপাশি যদি বিজেপির প্রার্থী নিশিথ প্রামানিক হয় তবেও নিশিত প্রামানিক বিপুল ভোটে জয়লাভের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না কোচবিহারের রাজনৈতিক মহল। জেলার সাধারণ মানুষ থেকে শুরু করে হেভি ওয়েট ভোটারদের সঙ্গে সুসম্পর্কের পাশাপাশি তিনি যথেষ্ট দক্ষ রাজনীতিতে বলে উল্লেখ করেন নিশিত প্রামানিক অনুগামী নারায়ন শর্মা, অর্জুন চক্রবর্তী সহ প্রমুখ। কোচবিহারের যুব তৃণমূল কংগ্রেসের দিনহাটা আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছিলেন নারায়ণ শর্মা। সম্প্রতি নিশিত প্রামানিক বিজেপিতে যোগদান করলে তিনিও বিজেপিতে যোগদান করেন। এদিন নারায়ণ শর্মা বলেন, কোচবিহার জেলা কে গেরুয়া শিবিরের দখলে আনতে গেলে নিশিত প্রামানিক এর মত উদ্যমী ও দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্বের দরকার। যদিও দলের উপর মহল যা নির্দেশ দেবে তাই তিনি মাথা পেতে নেবেন বলে উল্লেখ করেন। দিনহাটা সহ কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে একটা সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের দ্বন্দ্ব ছিল চরমে। প্রায় প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্তে ঝামেলা বোমাবাজি গুলি চলত। পঞ্চায়েত নির্বাচনের পর কিছুটা হলেও কার্যত কোণঠাসা হয়ে গেছিল তৃণমূল কংগ্রেসের বেশকিছু নেতৃত্ব। নিশিথ প্রামাণিককে দল থেকে বহিষ্কারের পর তৃণমূল কংগ্রেসের বেশকিছু নেতৃত্ব আনন্দ উল্লাসে মেতে ওঠে। এরইমধ্যে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করেন নিশিথ প্রামাণিক। লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম উঠে আসলে কার্যত সমস্যায় পড়তে পারে শাসক দল বলে উল্লেখ করেন অর্জুন চক্রবর্তী।

