শিরোনাম ২৪ ডেস্ক: বকেয়া বিদ্যুৎ বিল জমা নেওয়ার জন্য গ্রাহকদের কাছে পৌঁছে গেল সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা। বুধবার দিনভর দিনহাটা মহকুমা বেশ কিছু এলাকায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিক সহ কর্মীরা বোকেয়া বিদ্যুৎ বিল জমা নেওয়ার ক্যাম্প অনুষ্ঠিত করে। এমনকি একদিনের এই ও স্থায়ী ক্যাম্পে বেশ কিছু বোকেয় বিল জমা পড়ে বলে দপ্তর সূত্রে জানা গিয়েছে । পাশাপশি বাড়ির কাছে বিদ্যুৎ দপ্তরের আধিকারিক দের উপস্থিতিতে বিল জমা দিতে পেরে খুশী এলাকার বাসিন্দারা। দপ্তর সূত্রে জানা গিয়েছে, দিনহাটা ১ব্লকের গসানিমারী ২নং গ্রাম পঞ্চায়েত অফিসে ও সিতাই এ এদিন বিল জমা দেবার অস্থায়ী ক্যাম্প চলে। দুর দুরন্ত থেকে বিদ্যুৎ এর বিল জমা দিতে সাব স্টেশনে এলে গাড়ি ভাড়া থেকে শুরু করে অনেক সময় লাগে কিন্তু এই ক্যাম্পের জেরে সুবিধে হচ্ছে বলে গ্রাহকেরা উল্লেখ করেন ।
সম্প্রতি কোচবিহার সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জেলার বেশ কিছু এলাকায় বিপুল পরিমাণ বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একই সাথে ঐ সকল এলাকার জনসাধারণের উদ্দেশে সহজ কিস্তিতে সমস্ত বকেয়া বিল পরিশোধ করতে তিনি আবেদন জানান। তার পরেই নড়েচড়ে বসে বিদ্যুৎ কর্তৃপক্ষ। এদিন এই শিবিরে সহজ কিস্তিতে বকেয়া বিদ্যুৎ বিল জমা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ উল্লেখ করেন।
সম্প্রতি কোচবিহার সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় জেলার বেশ কিছু এলাকায় বিপুল পরিমাণ বকেয়া বিদ্যুৎ বিল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন একই সাথে ঐ সকল এলাকার জনসাধারণের উদ্দেশে সহজ কিস্তিতে সমস্ত বকেয়া বিল পরিশোধ করতে তিনি আবেদন জানান। তার পরেই নড়েচড়ে বসে বিদ্যুৎ কর্তৃপক্ষ। এদিন এই শিবিরে সহজ কিস্তিতে বকেয়া বিদ্যুৎ বিল জমা নেওয়া হয় বলে সংশ্লিষ্ট দপ্তরের কর্তৃপক্ষ উল্লেখ করেন।

