কারবাইন রাইফেল সমেত ধৃত দিনহাটার “ডন নম্বর ওয়ান”


শিরোনাম ২৪ ডেক্স: পুলিশের জালে ধরা পরল নিজেকে ডন নাম্বার ওয়ান বলে দাবি করা তৃণমূল কংগ্রেসের  উপ প্রধানের স্বামী নরেশ দেবনাথ । ধৃত ডন এর কাছ থেকে পুলিশ একটি কারবাইন রাইফেল উদ্ধার করেছে   পুলিশ  সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই নিজেকে দিনহাটার ডন নাম্বার ওয়ান পরিচয় দিয়ে সোশ্যাল সাইটে কারবাইন রাইফেলের মত একটি স্বয়ংক্রিয় রাইফেল হাতে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করে নরেশ দেবনাথ।  গত শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে তৃনমূল কংগ্রেসের আটিয়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান মধুমিতা দেবনাথের স্বামী   নরেশ দেবনাথ কে তার বাড়ি থেকেই পুলিশ তুলে নিয়ে আসে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের পর তার কাছ থেকে অস্ত্রের সন্ধান পায় দিনহাটা থানার পুলিশ। সোমবার রাতে দিনহাটা ব্লকের আটিয়াবাড়ী এলাকার নরেশ দেবনাথের বাড়ি থেকেই দিনহাটা থানার পুলিশ একটি কারবাইন রাইফেল উদ্ধার করে । দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক উমেশ জি খন্ডোয়াল বলেন , বিষয়টি নিয়ে কোচবিহার পুলিশ সুপার প্রেস কনফারেন্স ডেকেছেন । তিনি আরো বলেন , ধৃত  নরেশ দেবনাথ কে জিজ্ঞাসাবাদ চলছে ।   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.