দিনহাটা ৭অক্টোবর: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে মৃত ছাত্রের বাড়িতে গেলেন কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায়। রবিবার দুপুরে কোচবিহারের সাংসদ তথা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় সহ তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা টাউন ব্লক প্রেসিডেন্ট অজয় রায়, যুবনেতা জাকারিয়া হোসেন সহ তৃণমূল যুব কংগ্রেসের এক প্রতিনিধি দল মৃত ছাত্রের বাবা মা ও দাদার সাথে দেখা করে। সাংসদ কে দেখে মৃতের পরিবারকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এদিন সাংসদের কাছে মৃত ছাত্রের পরিবারের তরফ এ একটি চাকরির আবেদন করা হয়। পাশাপাশি সাংসদ পার্থ প্রতিম রায় এর তরফে আর্থিক সাহায্য সহ কয়েক বস্তা চাল মৃতের পরিবারের হাতে তুলে দিতে দেখা যায়। কোচবিহারের সাংসদ পার্থ প্রতিম রায় বলেন, দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র অলক নিতাই দাস এর মৃত্যু খুব দুর্ভাগ্যজনক। ছেলেটি প্রতিবাদী ছিল বলেই হয়তো তার এরকম অবস্থা হয়। তিনি আরো বলেন, ঘটনার সঙ্গে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত তাদের প্রত্যেকের কড়া শাস্তির আবেদন প্রশাসনের কাছে করা হয়েছে। পাশাপাশি তিনি মৃতের পরিবার এর পাশে সব সময় আছেন ও থাকবেন বলে উল্লেখ করেন।

