Header Ads

দিনহাটা এক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি হলেন মফিজুল


আবির ভট্টাচার্য্য, শিরোনাম ২৪ ডেস্ক, 27 সেপ্টেম্বর: নির্বিঘ্নে দিনহাটা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন পর্ব শেষ হলো। এদিন বোর্ড গঠন কে ঘিরে দিনহাটা 1 ব্লকের বিডিও অফিস পঞ্চায়েত সমিতির অফিস এর এলাকায় দেখা যায় কড়া পুলিশি পাহারা। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় জারি থাকে 144 ধারা।  বোর্ড গঠন পর্বের কারণে  তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশিথ প্রামানিক দিনহাটা 1 ব্লক অফিসের সামনে উপস্থিত থেকে বোর্ড গঠন করায়। বৃহস্পতিবার দিনহাটা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয় মফিজুল হক (মফিজ) সহ সভাপতি নির্বাচিত হয় পরীক্ষিত বর্মন। এদিনের এই পোর্ট গঠন পর্বে নিশিথ প্রামানিক ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা আহবায়ক নারায়ণ শর্মা, দিনহাটা শহর ব্লক সভাপতি অজয় রায় সহ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা। দিনহাটা 1 ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত হয় মফিজুল হক বলেন, ছেলেবেলা থেকেই মানুষের জন্য কিছু করার স্বপ্ন ছিল। তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক তথা আমার প্রিয় দাদা নিশীথ প্রামানিক এর প্রচেষ্টায় ছেলেবেলার স্বপ্ন পূরণ *হল। মফিজুল আরো বলেন, নতুন দায়িত্ব পাওয়ার পর এলাকার সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা হাত থেকে মুক্তি দিয়ে উন্নয়নমূলক কাজ করতে চাই। তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন, সারা কোচবিহার জেলায় জুড়ে যেভাবে তৃনমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে পঞ্চায়েত-পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করেছে, ঠিক তেমন ভাবে আমরা দিনহাটা নং ব্লকের পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করলাম। আমরা তৃনমূল যুব কংগ্রেস তৃনমূল কংগ্রেস সবাই এক একসাথে চলতে চাই আগামী দিনে। সকলে মিলে আমরা আজ বোর্ড গঠন করলাম। তৃনমূল যুব কংগ্রেস তৃনমূল কংগ্রেস বলে কোন কথা নেই। আমরা সবাই তৃনমূল কংগ্রেস। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই। আমরা তৃনমূল কংগ্রেস করি, তাই আমরা গর্ববোধ করি। আগামীতে আমরা তৃনমূল কংগ্রেস পরিচয় দিয়ে চলতে চাই।

No comments

Powered by Blogger.