দিনহাটা 7 অক্টোবর: থ্যালাসিমিয়া ও মুমূর্ষু রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করল সাবেক ছিটের একটি ক্লাব। রবিবার দিনহাটা 1 ব্লকের সাবেক ছিট মহল বাত্রিগাছ এর ভাতৃ মিলন সংঘের পরিচালনায় একদিনের রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানান, থ্যালাসিমিয়া সহ বিভিন্ন মুমূর্ষু রোগীদের রক্ত যোগান এর কারণেই এদিন রক্তদান শিবিরের আয়োজন করেন তারা। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন দিনহাটার বিশিষ্ট সমাজসেবী নারায়ণ শর্মা সহ প্রমূখ। একদিনের এই রক্তদান শিবিরে মোট 35 জন রক্ত দান করেছে বলে উদ্যোক্তাদের তরফে জানানো হয়েছে।

