শিরোনাম ২৪ ডেস্কঃ এলাকার কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দিল তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার দিনহাটা 1 ব্লকের মাতাল হাট উচ্চ বিদ্যালয় তৃণমূল যুব কংগ্রেসের তরফে 100 জন কৃতি ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মফিজুল হক , জেলা পরিষদ সদস্য কৃষ্ণ কান্ত বর্মন, মাতাল হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা টাউন ব্লক সভাপতি অজয় রায়, তৃণমূল যুব কংগ্রেসের দিনহাটা কনভেনার নারায়ণ শর্মা, বিশিষ্ট আইনজীবী জাকারিয়া হোসেন, সমাজসেবী বাদল সরকার সহ প্রমূখ। এদিনের এই অনুষ্ঠানের মূল উদ্যোক্তা নারায়ণ শর্মা বলেন, মাতালহাট অঞ্চলের দুটি হাইস্কুলের থেকে নির্বাচিত 100 জন কৃতি ছাত্র-ছাত্রীদের মাতাল হাট অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি আরও উল্লেখ করেন ভবিষ্যতে আরো কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেবেন।

