দেওয়ানহাট কাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ছন্দা প্রামাণিক

শিরোনাম 24 ডেস্ক, 25 সেপ্টেম্বর: দেওয়ানহাট কান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন নিশীথ প্রামানিক এর  মা ছন্দা প্রামাণিক। এদিন কোচবিহার এক ব্লকের দেওয়ান হাটের বালাসী এলাকায়  ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে বাচ্চাদের পোশাক থেকে শুরু করে মহিলা পুরুষ ও বৃদ্ধদের যাবতীয় পোশাক সহ শিশুদের খাবার, শুকনো খাবার ও জল তুলে দেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাসও তিনি দেন। এই দিন ছন্দা দেবীর সাথে ঘটনাস্থলে যান বিশিষ্ট সমাজসেবী নারায়ণ শর্মা, তপন বর্মণ সহ কয়েকজন।   ছন্দা দেবী জানান, দেওয়ানহাট কাণ্ডের জেরে জানতে পারি অসংখ্য মানুষ চালচুলো হারিয়ে রাস্তায় নেমেছে। আট থেকে আশি প্রত্যেকেই প্রায় অর্ধাহারে এমন কি কেউ কেউ অনাহারে পর্যন্ত দিন কাটাচ্ছে। এ ঘটনা জানতে পেরে মানবিকতার খাতিরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই।  প্রসঙ্গত, ২২ সেপ্টেম্বর সকালে বালাসি গ্রামে ঢুকে অভিযোগ তৃণমূল কংগ্রেস আশ্রিত একদল দুষ্কৃতি একের পর এক তৃণমূল যুব কংগ্রেসের কর্মী ও সমর্থকদের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটায়। ওই ঘটনায় প্রচুর বাড়ি পুরোপুরি  ভস্মীভূত হয়ে যায়। এছাড়াও বেশ কিছু বাড়ি ও যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে। পরবর্তীতে কোচবিহার পুলিশ সুপার ভোলানাথ পান্ডে নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অস্থায়ী পুলিশ পিকেটিং বসানো হয়। এই ঘটনার জেরে ক্ষতিগ্রস্তদের কথা শুনে ছন্দা  দেবী এদিন সাহায্যের হাত বাড়িয়ে দেন।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.