শিরোনাম ২৪ ডেস্ক , পর্ব-১, 22 সেপ্টেম্বর: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দেওয়ান হাট এর বিস্তীর্ণ এলাকা। গোষ্ঠী কোন্দলের জেরে 40 টিরও বেশি বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি লুটপাটের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে জানা গেছে, কোচবিহার১ ব্লকের দেওয়ানহাট এর বালাসি এলাকার তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের বাড়িতে অগ্নিসংযোগের পাশাপাশি ব্যাপক হারে লুটপাট চালায় তৃণমূল কংগ্রেস আশ্রিত বহিরাগত কিছু দুষ্কৃতী। এই হামলার জেরে অগ্নিদগ্ধ অবস্থায় কোচবিহার এম জে এন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক বৃদ্ধ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা যায়। পরবর্তীতে কোচবিহার জেলা পুলিশ সুপার ড: ভোলানাথ পান্ডে র নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে এলাকায় কমব্যাট ফোর্স র জওয়ানদের মোতায়েন করা হয়। অস্থায়ীভাবে এলাকায় বসানো হয় পুলিস পিকেট। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শনিবার ভোরে তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা নেতৃত্বে নির্দেশে প্রায় 400 জোনের মত বহিরাগত কিছু দুষ্কৃতীরা এলাকার তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের বাড়ি ভাঙচুরের পাশাপাশি অগ্নিসংযোগ ও লুটতরাজ চালায় বলে অভিযোগ। এই হামলার হাত থেকে বাদ যায়নি এক যুব কর্মীর বাড়ির টিয়া পাখি। অভিযোগ, খাঁচা বন্দি টিয়া পাখিটির গায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় পাখিটিকে। ঘটনার জেরে সহায় সম্বল হীন অবস্থায় খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে এলাকার প্রায় চল্লিশটির ও বেশি পরিবার। যদিও বিষয়টিকে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক নিশিথ প্রামাণিক বলেন, ঘটনাটি খুব মর্মান্তিক। তৃণমূল যুব কংগ্রেসের কর্মীদের এইরকম দুঃসময় দল তাদের পাশে আছে বলে তিনি উল্লেখ করেন।
