আগামীতে বিট্টুর চোখদিয়ে গোট উত্তরবঙ্গ কে দেখতে চায় দল, জল্পনা রাজনৈতিক মহলে


শিরোনাম ২৪ ডেস্কঃ পেট্রল ডিজ়েলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামলো তৃণমূল যুব কংগ্রেস ।মঙ্গলবার  কলকাতার গার্ন্ধী মূর্তি পাদদেশ থেকে শুরু করে কালিঘাট পর্যন্ত রাজ্যস্তরের তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে এই মিছিল বিভিন্ন পথ পরিক্রমার পাশাপাশি গান্ধীমূর্তির পাদদেশে কয়েক ঘন্টার অবস্থান বিক্ষোভে বসে । এই মিছিলের প্রথম সাড়িতে  অভিষেক বন্দোপাধ্যায়ের সাথে পা মেলান কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেসের জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক । পাশাপাশি চলে সারাদিন ব্যাপী বিক্ষোভ কর্মসূচী ।গান্ধি মূর্তি পাদদেশে বিক্ষোভ কর্মসূচী চলাকালীন অভিষেক বন্দোপাধ্যায়ের পাশেই দেখা যায় নিশীথ প্রামানিককে । বিক্ষোভ চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন , সাধারন মানুষের কথা চিন্তা না করেই রান্নার গ্যাস থেকে শুরু করে  পেট্রোল ডিজেলের অস্বাভাবিক হারে মূল্য বৃদ্ধি করে যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার । পাশাপাশি তিনি আরো বলেন , সারদা কান্ড সহ বিভিন্ন চিটফান্ডের সাথে বিজেপি নেতৃত্ব সহ বিজেপির বহু সমর্থকের নাম ও ছবি প্রকাশ্যে আসার পরেও সিবিআই বেছে বেছে শুধু তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী ও সমর্থকেদেরই আটক করছে । এটা রাজনৈতিক চক্রান্ত বলেও তিনি উল্লেখ করেন । অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বলেন , মদন মিত্র জেলে ঢুকেছিল বেড়াল হয়ে আর জেল থেকে বেড়িয়েছে বাঘ হয়ে বলে তিনি উল্লেখ করেন । আগামী লোকসভা নির্বাচনে দিল্লি মসনদে মমতা বন্দ্যোপাধ্যায় কে বসানোর জন্য তৃনমূল যুব কংগ্রেস বদ্ধ পরিকর বলে তিনি জানান । এদিনের  গান্ধি মূর্তি পাদদেশে বিক্ষোভ কর্মসূচী থেকে শুরু করে মিছিল সবেতেই কোচবিহারের “রোল মডেল” নিশীথ প্রামানিক ও অভিষেক বন্দোপাধ্যায়ের ঘনিষ্ঠতা প্রকাশ্যে আসতেই  রাজনৈতিক মহলে ইতি মধ্যেই নানা জল্পনা শুরু হয়ে গিয়েছে । তথ্যবিজ্ঞ মহলের মতে নিশীথ প্রামানিকের চোখ দিয়েই আগামীদিনে পুরো উত্তরবঙ্গকে দেখবেন অভিষেক বন্দোপাধ্যায় । যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিক এই বিষয়ে তেমন কিছু বলতে না চাইলেও তিনি বলেন , অভিষেক বন্দোপাধ্যায়ের নেতৃত্বে তৃনমূল যুব কংগ্রেস চলছে । আগামীতেও চলবে  বলে তিনি উল্লেখ করেন । নিশীথ প্রামাণিক আরো জানান, লোকসভা নির্বাচনে কোচবিহার সহ সব কয়টি আসনই তাদের দখলে রাখার জন্য যাবতীয় কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.