![]() |
| যুব নেতা আনন্দ বর্মন |
শিরোনাম ২৪ ডেস্কঃ তৃণমূল
যুব কংগ্রেস কাউকে ভয় পায়না , সাফ জানিয়ে দিলো তৃনমূল যুব নেতৃত্ব । গত রবিবার
দিনহাটার আপন ঘড়ে তৃনমূল কংগ্রেসের তরফে একটি বৈঠক ডাকা হয় । সেখানে দিনহাটা শহরের
প্রতিটি ওয়ার্ডে শান্তি রক্ষার্তে ১০ থেকে ১২ জনের একটি দল গঠনের সিদ্ধান্ত নেয়
তৃনমূল কংগ্রেসের নেতৃত্ব । এলাকার কোন সমস্যা হলে ১০ থেকে ১২ জনের ওই দলটিই তাঁর
মীমাংসা করবে বলেও ঠিক করে তৃনমূল কংগ্রেস । তৃনমূল যুব কংগ্রেসের বিরুদ্ধে এযেন
রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দেয় তৃনমূল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের । এর
পরিপ্রেক্ষিতে তৃনমূল যুব কংগ্রেসের ১ ব্লকের যুব নেতা আনন্দ বর্মন বলেন ,
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , অভিষেক বন্দ্যোপাধ্যায় ও নিশীথ
প্রামানিকের আদর্শে চলছে তৃনমূল যুব
কংগ্রেস ।দিন মজুর থেকে শুরু করে খেটে খাওয়া মানুষের দল তৃনমূল যুব কংগ্রেস । তৃনমূল যুব কংগ্রেস সার্থপর , চক্রান্তকারী দের
বিরুদ্ধে লড়ছে । আনন্দ বাবু আরো বলেন ,
তৃনমূল কংগ্রেস গত রবিবারের বৈঠকে গ্রামের
সহজ সরল কিছু ছেলেদের নানা লোভ দেখিয়ে ডেকে এনে মিটিং করছে । তিনি আরো বলেন ,
তৃনমূল যুব কংগ্রেস অন্যায় কোনোদিন বরদাস্ত করবে না । আত্যচার ও আত্যাচারীদের বিরুদ্ধে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনে নামার হুমকিও
দেন দিনহাটা ১ ব্লকের এই যুব নেতা ।

