শিরোনাম ২৪ ডেস্কঃ
নির্বাচনের ফলাফল প্রকাশের পর “বিট্টু”-র জয়ে খুশী সকল স্তরের মানুষ । শুক্রবার
দিনহাটা ১ ব্লকের প্রায় সর্বত্রই চলে দেদার আবির খেলা । তাঁর সাথে বাজি পটাকার
আওয়াজে সরগরম থাকে বিস্তৃর্ন এলাকা । তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলার সাধারন
সম্পাদক নিশীথ প্রামানিকের বাড়িতে দিন ভর চলে মিষ্টি মুখ তাঁর সাথে প্রনামের হিরিক
। জেলা পরিষদের বিজয়ী প্রার্থী সহ অঞ্চল ও পঞ্চায়েত সমিতির বিজয়ী প্রার্থীরা একের
পর এক এই যুব নেতার সাথে দেখা করতে হাজির হয় । দিনহাটা এক ব্লকের অধিকাংশ অঞ্চল
নিজের দখলে এনে বেশ খুশীর মেজাজেই ছিলেন এই যুব নেতা। নির্বাচন প্রক্রিয়া শুরু
হওয়ার থেকেই দিন-রাত জেগে পরিশ্রমের ফলে এই জয় , বলছেন তাঁর অনুগামীরা । কেউ আবার
বলছেন রাজনীতির মহাভারতে এযেন “অভিমূন্য” জয় । মহাভারতে অর্জুন পুত্র অভিমূন্য কুরুক্ষেত্র
যুদ্ধে তের দিনের মাথায় মাত্র ষোল বছর বয়সেই একা চক্রব্যূহে প্রবেশ করে একে একে
শত্রু পক্ষের বীর যোদ্ধাদের নাশ করেছিলেন । তাঁর সহযোগী ছিলেন একমাত্র তিনি নিজেই
। ঠিক পঞ্চায়েত নির্বাচনের লড়াইয়ে যুব নেতা নিশীথ প্রামানিক ও একাই অভিমুন্যের
ন্যায় এই নির্বাচন মহাভারত যুদ্ধে জয় লাভ
করে বলে তাঁর অনুগামীদের মত । আবার কেউ বলেন , “পরিবার তান্ত্রিক” রাজনীতি যখন
দিনহাটা ১ ব্লকে চলছে তখন জেলার এই “রোল মডেল” যুব নেতা নিশীথ প্রামানিকের উন্নয়ন মূলক
কর্মকান্ডে শামিল হতে চাইছে অনেক জয়ী প্রার্থীই । তবে এ সব নিয়ে অভিষেক
বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ নিশীথ প্রামাণিক একটি বক্তব্য না করে তিনি বলেন , “নির্বাচনের
ফলে বোঝাগেল মানুষ আমাদের সাথে আছে । ভবিষ্যতে যাতে আরো মানুষের ভালোবাসা সহযোগিতা
পাই তাঁর চেষ্টা অবিরাম চালিয়ে যাবো” ।