শিরোনাম ২৪ ডেস্কঃ পুটিমারি
পঞ্চায়েত সমিতি কার্যত দখলের পর খুশির হাওয়া বইছে তৃণমূল যুব কংগ্রেসের অন্দরে ।
নির্বাচন কমিশনের তরফে এখনো কোন প্রেস বিজ্ঞপ্তি না দিলেও সূত্রের খবর পুটিমারি ১
গ্রাম পঞ্চায়েতের মোট পনেরোটি আসনের মধ্যে ১০ টি আসনই তৃণমূল যুব কংগ্রেস নিজেদের
দখলে নেয় । তৃণমূল যুব কংগ্রেস সূত্রে জানা গিয়েছে , অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ
নিশীথ প্রামানিকের নির্দেশে যুব নেতা আনন্দ বর্মন পুটিমারি গ্রাম পঞ্চায়েত দখলের
দায়িত্বে ছিলেন । পঞ্চায়েত নির্বাচনের আগেই যুব নেতা আনন্দ বর্মন দাবী করেন তৃনমূল
যুব কংগ্রেস পুটিমারি গাম পঞ্চায়ত তারাই দখল করবে । পুটিমারি এলাকায় একের পর এক গোষ্ঠী কোন্দলের
জেরে বিভিন্ন সময় উত্তেজনা ছড়ায় । যদিও নির্বাচন শান্তি পূর্ণ হয়ছে বলে প্রশাসন
সূত্রে খবর । জানা গিয়েছে পুটিমারি এলাকায় যুব তৃণমূলের কিছু প্রার্থী নির্দলের হয়
লড়েছিল । গতকাল মধ্য রাতে ভোট গননা পর্ব শেষ হলেও সংবাদ লেখা পর্যন্ত নির্বাচন
কমিশনের তরফে কোন প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়নি । ফলাফল জানতেই পুটিমারি এলাকার যুব
তৃণমূলের কর্মী সমর্থক থেকে শুরু করে সাধারন মানুষ যুব নেতা আনন্দ বর্মন ও রফিক
লেবু কে মালা পরিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে । প্রিয় নেতার সাথে চলে দেদার সেলফি
তোলা । বিষয়টি নিয়ে নিশীথ প্রামাণিক ঘনিষ্ঠ যুব নেতা আনন্দ বর্মন বলেন , নিশীথ
প্রামানিকের আদর্শে নির্বাচনে লড়াই করে তৃণমূল যুব কংগ্রেস পুটিমারি গ্রাম
পঞ্চায়েত দখল করে । তিনি আরো বলেন , নিশীথ প্রামানিকের কাজে মানুষ উদ্বুদ্ধ হয়ে
তৃনমূল যুব কংগ্রেস কে জয়ী করেছে । পাশাপাশি আগামীতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে
বলে আনন্দ বাবু জানান ।
