শিরোনাম ২৪ ডেস্ক ,দিনহাটা,
৮ মার্চঃ আনাহারে থাকা পরিবারের মুখে অন্য তুলে দিল কয়েক জন স্ব হৃদয় যুবক। খাদ্য
সমেত আর্থিক সাহায্য পেয়ে খুশি ক্ষুধার্ত পরিবার । দিনহাটার মিশন রোড এলাকার একটি
পরিবার টানা দুই দিন ধরে অভুক্ত অবস্থায় কাটাচ্ছিল । স্থানীয় তৃণমুল যুব কংগ্রেস
কর্মী নাজির হুসেনের কানে এ খবর যায় । তরিঘড়ি সংশ্লিষ্ট এলাকার তৃণমুল যুব কংগ্রেস
কর্মী নাজির হুসেন, রাণা সরকার, আকবর আলি, রাহুল হক, রিন্টু হক, রিপন হুসেন একটি চালের বস্তা ও বেশ কিছু টাকা আর্থিক
সাহায্য তুলে দেয় । শিশু সমেত ওই পরিবারের তিনজন সদস্যের কর্তা খাজিরান বেওয়া
জানান, টানা দুই দিন ধরে অনাহারে দিন কাটানোর পর অবশেষে তৃণমুল যুব কংগ্রেস
কর্মীদের সৌজন্যে খাবার জুটল ।খাজিরান বেওয়া আর জানান , ছেলে ও
ছেলের বৌ দিল্লিতে কাজ করতে গিয়ে দীর্ঘ দিন ধরে নিখোঁজ । বিভিন্ন মহলে জানিয়েও কন
লাভ হয়নি বলে তিনি জানান । পরিবারে ১২ বছর বয়সি নাতনি রবিনা খাতুন সমেত বছর
পঞ্চাশের অবিবাহিতা মেয়েকে নিয়েই খাজিরান বেওয়ার সংসার । বিষয়টি নিয়ে তৃনমুল যুব
কংগ্রেসের কোচবিহার জেলা সাধারন সম্পাদক নিশীথ প্রামাণিক বলেন , তৃনমুল যুব
কংগ্রেস কর্মীরা মানবিক্তার পরিচয় দিয়েছে ।

