নিজের মাইনের টাকা তুলে দুর্ঘটনা গ্রস্থ এক ব্যাক্তির চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দিনহাটা-২ ব্লকের বিডিও অমর্ত্য দেবনাথ






সুমন মন্ডল দিনহাটা ঃ নিজের মাইনের  টাকা তুলে দুর্ঘটনা গ্রস্থ এক ব্যাক্তির চিকিৎসার  জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন দিনহাটা-২ ব্লকের বিডিও  অমত্য দেবনাথ । দুর্ঘটনা গ্রস্থ অসহায় ওই ব্যাক্তি আবুতালেব মিয়াকে তাঁর চিকিৎসার জন্য দিনহাটা-২ ব্লকের বিডিও  অমত্য দেবনাথ সম্পূর্ণ ব্যাক্তিগত ভাবে নগদ কয়েক হাজার টাকা তুলে দেন । দিনহাটা-২ ব্লকের বিডিও অফিসে দাঁড়িয়ে দুর্ঘটনা গ্রস্থ অসহায় ওই ব্যাক্তি আবুতালেব মিয়ার স্ত্রী রহিমা বিবি বলেন ২০১৫ সালে এক পথ দুর্ঘটনায় তাঁর স্বামী গুরুতর আহত হয় । বিভিন্ন জায়গা থেকে সাহায়্য তুলে স্বামীর চিকিৎসা করান । দুই দুই বার অপারেশন করা হলেও শারীরিক অবস্থার কোন উন্নতি হয় না । দুরঘটনার পর অপারেশন হলেও তাঁর পর প্রায় আড়াই বছর এভাবে কেটে গেলেও কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তাঁর স্বামী । দুর্ঘটনা গ্রস্থ পেশায় রাজমিস্ত্রি  আবুতালেব মিয়ার স্ত্রী রহিমা বিবি আরো জানান স্বামীর চিকিৎসার জন্য আরো অনেক টাকার প্রয়োজন । উপায়ন্ত না পেয়ে তিনি দিনহাটা-২ ব্লকের বিডিও  অমত্য দেবনাথের সাথে মাস কয়েক আগে দেখা করে গোটা ঘটনা জানান । রহিমা বিবি জানান এরপরেই ব্লকের বিডিও তাকে ডেকে নিয়ে তাঁর স্বামীর  অপারেশনের খরচ বাবদ চিকিৎসার জন্য নগদ পঁয়তাল্লিশ   হাজার টাকা তাদের হাতে তুলে দেন । ব্লকের বিডিওর দেওয়া ওই টাকায় তিনি শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে স্বামীর চিকিৎসা করান । দিনহাটা-২ ব্লকের নয়ারহাটের খামার বক্সি গ্রামে পেশায় রাজমিস্ত্রি  আবুতালেব মিয়ার বাড়ি । বাড়িতে স্ত্রী রহিমা বিবি , মা ও বছর পাঁচের মেয়েকে নিয়ে সংসার । রাজমিস্ত্রির কাজ করে কোন রকমে দিন গুজরান করলেও এক দুর্ঘটনায় আবুতালেবের সব স্বপ্ন চুরমার । দিনহাটা-২ ব্লকের বিডিও  অমত্য দেবনাথ দুর্ঘটনা গ্রস্থ পেশায় রাজমিস্ত্রি  আবুতালেব মিয়াকে আর্থিক সাহায্য করায় নতুন করে জীবন ফিরে পান সে । বিষয়টি নিয়ে দিনহাটা-২ ব্লকের বিডিও  অমত্য দেবনাথ এক দুর্ঘটনায় আবুতালেব মিয়া নামে এক ব্যাক্তি গুরুতর আহত হয় কয়েক বছর আগে  । কোন রকমে সাহায্য তুলে তাঁর চিকিৎসার ব্যবস্থা হলেও সে সেভাবে সেরে না উঠার খবর জানতে পারেন তাঁর স্ত্রীর কাছে  বিডিও বলেন সরকারি ভাবে চিকিৎসার ব্যবস্থা করার ক্ষেত্রে কিছুটা সময় সাপেক্ষ  হওয়ায় তিনি ওই ব্যাক্তির চিকি
ৎসার জন্য সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে সাহায়্যের হাত বাড়িয়ে দেন । পেশায় রাজমিস্ত্রি আবুতালেব মিয়ার চিকিৎসার জন্য দিনহাটা-২ ব্লকের বিডিও  আর্থিক সাহায়্যে এগিয়ে আশায় অনেকেই ব্লক প্রশাসনের এই কর্তার এহেন কাজের প্রশংসা করেন ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.