ডুয়ার্সে মৃত সন্তান কে শুরে করে নিয়ে ছুটলো " মা " হাতি
আবির ভট্টাচার্য, ডুয়ার্স, 27 মে: নজির বিহীন ঘটনার সাক্ষী হয়ে রইল ডুয়ার্সের বাসিন্দারা। মৃত হস্তি শাবক কে শুরে করে আগলে প্রায় কিলোমিটার খানিক নিয়ে যেতে দেখা যায় শুক্রবার সকালে। পরবর্তীতে সেখানে দলকে দল হাতি এসে আগলে রাখে মৃত হস্তিশাবক এর দেহটিকে।
শুক্রবার সকাল থেকেই ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগান ও আমবাড়ি চা বাগানের বাসিন্দারা এমন নজিরবিহীন ঘটনা দেখে ভাবাবেগে জড়িয়ে পড়ে। যদিও ঘটনার খবর পাওয়া মাত্র বনদপ্তর এর কর্মী ও আধিকারিকরা এলাকাটিকে ঘিরে ফেলে। ঘটনাস্থলে পর্যবেক্ষণ করতে পৌঁছন ওয়াইল্ড লাইফ ওয়ারর্ডেন সীমা চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ডুয়ার্সের আমবাড়ি চা বাগান থেকে একটি মা হাতি শুরে করে তার মৃত সন্তানকে নিয়ে দীর্ঘ পথ দৌড়ে পার্শ্ববর্তী ডায়না চা বাগানের দিকে ছুটে যায়। পরবর্তীতে জঙ্গল থেকে কয়েক দল হাতি এসে মৃত হস্তি শাবক কে আগলে রাখতে দেখা যায়। খবর পাওয়া মাত্র বনদপ্তর এর বন্য প্রাণ শাখার কর্মীরা চিকিৎসক সহ ঘটনাস্থলে পৌঁছলে হাতির দলের ঘিরে রাখার কারণে উদ্ধার করতে পারেনি। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসে পৌঁছানওয়াইল্ড লাইফ ওয়ারর্ডেন সীমা চৌধুরী।
এদিন ঘটনাস্থলে সীমা চৌধুরী বলেন, এমন আবেগপূর্ণ ঘটনা মনে হয় দেশের ইতিহাসে ঘটেনি বললেই চলে। যেখানে বর্তমান পরিস্থিতিতে মানুষের বিপদে মানুষ ঝাঁপিয়ে পড়তে চায় না সেখানে হাতি রা শিখিয়ে দেয় বিপদে কিভাবে পাশে থাকা উচিত। তিনি আরো বলেন, খবর পৌঁছানো মাত্রই বনদপ্তর এর কর্মীরা ঘটনাস্থলে এসে মৃত হস্তি শাবক থেকে উদ্ধারের চেষ্টা করলে হাতির দল বারবার বাধা দেওয়ার চেষ্টা করে । সে কারণে হাতির দল গভীর জঙ্গলে ফিরে যাওয়ার পরেই মৃত হস্তি শাবক এর দেহটি বনদপ্তর এর কর্মীরা উদ্ধার করে ময়না তদন্ত করে মৃত্যুর আসল কারণ জানতে পারবে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি উল্লেখ করেন। বনদপ্তর সূত্রে জানা গেছে, সন্ধ্যে নাবলে হাতির দল জঙ্গলে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই সময় মৃত হস্তি শাবক দেহটি তারা উদ্ধার করে ময়নাতদন্তের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
Post a Comment